‘ফ্যাক্টচেকিং’ নিয়ে পরিকল্পনার বিষয়ে মেটাকে সতর্ক করল ইইউ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)ফাইল ছবি: রয়টার্স

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্তর্ভুক্ত দেশগুলোতে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার ‘ফ্যাক্টচেকিং প্রোগ্রাম’ বাতিল করলে প্রযুক্তি জায়ান্টটিকে জরিমানা করার হুমকি দিয়েছে ইইউ কমিশন।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ গতকাল মঙ্গলবার এক ভিডিও পোস্টে এ ঘোষণা দেন। এতে তিনি লিখেন, ‘মুক্ত মতপ্রকাশ ঘিরে আমাদের শিকড়ে ফেরার সময় এখন। আমরা ফ্যাক্টচেকারগুলোর পরিবর্তে এখন কমিউনিটি নোট ব্যবহার করব। আমাদের নীতিগুলোকে আরও সরলীকরণ করছি। ভুল কমানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছি।’

জাকারবার্গ মূলত ফেসবুকের যেসব তৃতীয় পক্ষ বা যেসব ফ্যাক্টচেকার ছিল, সেগুলোর ব্যবহার কমিয়ে এনে কমিউনিটি নোটস ব্যবহারের কথা বলেছেন; অর্থাৎ এখন থেকে এ ক্ষেত্রে ব্যবহারকারীর মতামতকে বেশি গুরুত্ব দেবে মেটা। জাকারবার্গের এই ঘোষণা নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে সমালোচনা হচ্ছে।

ইইউ কমিশন মেটাকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ফ্যাক্টচেকিং প্রোগ্রাম বন্ধের মতো পদক্ষেপের বিষয়ে সতর্ক করেছে।

কমিশনে প্রযুক্তিবিষয়ক মুখপাত্র থমাস রেগনিয়ার জার্মান রেডিও স্টেশন এমডিআরকে বলেছেন, যদি মেটা ইইউর ডিজিটাল পরিষেবা আইন মেনে চলতে ব্যর্থ হয়, তবে তাঁরা প্রযুক্তিপ্রতিষ্ঠানটিকে জরিমানা করতে পারেন। এসব বড় প্রতিষ্ঠান যেখানেই থাকুক না কেন, ইইউতে তাদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে নিয়ম মেনে চলতে হবে।

জার্মানির প্রযুক্তিমন্ত্রী ভলকার ভিসিং বলেছেন, এ ব্যাপারে তিনি ইইউ কমিশনের ওপর আস্থা রাখছেন। কমিশন মেটার কর্মকাণ্ড ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে। নিবিড়ভাবে পরীক্ষা করবে। প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থা নেবে।

জার্মানির পরিবেশবাদী সবুজ দলের প্রধান এবং দেশটির পরিকল্পনা ও জলবায়ু সুরক্ষাবিষয়ক মন্ত্রী রবার্ট হ্যাবেক হামবুর্গে এক নির্বাচনী অনুষ্ঠানে বলেছেন, স্বাধীনতা মানে শাসনহীনতা নয়, উভয় বিষয় একসঙ্গে থাকা দরকার। এটি গণতন্ত্রের ক্ষেত্রে প্রযোজ্য। ভার্চ্যুয়াল পরিসরেও তা থাকা উচিত। তাই জাকারবার্গ যা করছেন, একে তিনি স্বাগত জানাতে পারছেন না।

জার্মানির সামাজিক গণতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক ম্যাথিয়াস মিয়ার্স মেটার পরিকল্পনাকে ‘আশঙ্কাজনক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ভুয়া খবর ও বিভ্রান্তি বৃদ্ধির সময় ফ্যাক্টচেকারগুলোকে দূরে সরিয়ে দেওয়া অত্যন্ত বিপজ্জনক। কারণ, ভুয়া খবর স্বাধীন মতপ্রকাশের পথ নয়; বরং তা আমাদের গণতন্ত্রের ওপর আক্রমণ করে।’

জাকারবার্গ এখন ইলন মাস্ক বা ডোনাল্ড ট্রাম্পের মতোই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে মন্তব্য করেন ম্যাথিয়াস মিয়ার্স। তিনি বলেন, ‘এ ধরনের ফ্যাক্টচেকিং প্রোগ্রাম বাতিল হলে তা আমাদের আইনের সঙ্গে কতটা সাংঘর্ষিক, বিষয়টি আমাদের পরীক্ষা করতে হবে।’

ম্যাথিয়াস মিয়ার্স আশা করেন, ইইউ কমিশন ফ্যাক্টচেকিং প্রোগ্রামের প্রযোজ্য নিয়মগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে। মেটা বা এক্সের মতো প্ল্যাটফর্মগুলো অবশ্যই দায়িত্ব এড়াতে পারবে না। তাঁদের এমন ডিজিটাল প্ল্যাটফর্ম দরকার, যা সমাজের সম্মান, তথ্য ও গণতন্ত্র রক্ষা করে।