সবচেয়ে বেশি বয়সী নাৎসি যুদ্ধাপরাধীর মৃত্যু
দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কলঙ্কিত ঘটনা ‘হলোকাস্ট’। সে সময় ইহুদি নিধনের সঙ্গে জড়িত থাকায় সাজাপ্রাপ্ত জোসেফ শাৎজ (১০২) মারা গেছেন। তিনি সবচেয়ে বেশি বয়সী নাৎসী যুদ্ধাপরাধী ছিলেন।
১৯৪২ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত বার্লিনের কাছে হাজার হাজার কারাবন্দীকে হত্যায় সহযোগিতার অভিযোগ আনা হয়েছিল জোসেফ শাৎজের বিরুদ্ধে। গত বছরের জুনে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পায় আদালত। শাস্তি হিসেবে তাঁকে পাঁচ বছরের কারাদন্ড দেন আদালত। এই রায়ের বিরুদ্ধে ফেডারেল কোর্টে আপিল করেছিলেন জোসেফ। ফলে তাকে কারাগারে যেতে হয়নি।
জোসেফ শাৎজের বিরুদ্ধে ৩ হাজার ৫১৮ জনকে হত্যায় সহযোগিতা ও প্ররোচণা দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়। তিনি সোভিয়েত যুদ্ধবন্দীদের গুলি করে এবং জাইক্লন বি গ্যাস দিয়ে আরও অনেককে হত্যার সঙ্গে জড়িত ছিলেন।
যদিও নাৎসি ক্যাম্পে হত্যায় জড়িত থাকার কথা বারবার অস্বীকার করে আসছিলেন শাৎজ। এমনকি বিচার চলাকালে তাকে কোনো অনুশোচনা করতেও দেখা যায়নি। কাঠগড়ায় থাকা অবস্থায় তিনি আদালতকে বলেন, ‘আমি জানি না কেন আমাকে এখানে বসে থাকতে হচ্ছে। এই ঘটনার সঙ্গে (গণহত্যা) আমার কোনো সম্পর্ক নেই।’
জোসেফ শাৎজের নাম হিটলারের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর তালিকায় পাওয়া গেছে। কিন্তু তাঁর দাবি, তিনি ওই বন্দী শিবিরে ছিলেন না। বরং ওই সময় তিনি একটি খামারে শ্রমিকের কাজ করতেন।
এ সময় আদালত জোসেফকে বলেন, ‘আপনি স্বেচ্ছায় আপনার পেশার মাধ্যমে এই গণহত্যাকে সমর্থন করেছিলেন।’