বিশ্বজুড়ে তরুণ বেকারত্ব কমেছে, আরও কমতে পারে: আইএলও

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)ছবি: আইএলওর ফেসবুক পেজ থেকে নেওয়া

বিশ্বজুড়ে গত বছর তরুণদের মাঝে বেকারত্ব কমে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। এই ধারাবাহিকতা ২০২৫ সাল নাগাদ অব্যাহত থাকতে পারে। তবে দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে এ ক্ষেত্রে পিছিয়ে পড়েছে এশিয়া। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনটি আজ সোমবার প্রকাশিত হয়।

আইএলও বলছে, গত বছর বিশ্বজুড়ে ১৫ থেকে ২৪ বছর বয়সী ৬ কোটি ৪৯ লাখ তরুণ বেকার ছিলেন। সে হিসাবে বেকারত্বের হার ছিল ১৩ শতাংশ। চলতি ও আগামী বছর এই হার আরও কমে ১২ দশমিক ৮ শতাংশে নামতে পারে।

জাতিসংঘের বিশেষায়িত সংস্থাটির পর্যবেক্ষণ হলো, করোনা মহামারির পর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাপকভাবে বেড়েছে। এর ফলে শ্রমবাজারে তরুণদের চাহিদাও অনেক বেড়েছে। এ বিষয়টিই মূলত তরুণদের মাঝে বেকারত্ব কমার ক্ষেত্রে মুখ্য ভূমিকা রেখেছে।

২০২৩ সালে তরুণদের মাঝে বেকারত্বের হার কমে তা মহামারি-পূর্বের অবস্থায় ফিরে গেছে। কিংবা বেশির ভাগ ক্ষেত্রে তার চেয়েও নিচে নেমেছে। তবে সব উপ-অঞ্চলের পরিস্থিতি একই নয়।

আইএলওর প্রতিবেদন অনুযায়ী, গত বছর আরব দেশগুলো, পূর্ব এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তরুণদের মাঝে বেকারত্বের হার ২০১৯ সালের চেয়ে বেশি ছিল।