ইউক্রেনের হামলার মুখে কুরস্ক থেকে আরও মানুষ সরাচ্ছে রাশিয়া
রাশিয়ার কুরস্ক অঞ্চলের কর্তৃপক্ষ সেখানকার গ্লুশকভ জেলা থেকে লোকজন সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অঞ্চলটির ভারপ্রাপ্ত গভর্নর অ্যালেক্সি স্মিরনভ গতকাল বুধবার এই তথ্য জানান।
সীমান্তবর্তী অঞ্চলটির অভ্যন্তরে ইউক্রেনের বাহিনীর অগ্রসর হওয়া অব্যাহত থাকায় এই পদক্ষেপ নিচ্ছে রাশিয়ার কর্তৃপক্ষ।
ইউক্রেনের সঙ্গে রাশিয়ার কুরস্ক অঞ্চলের গ্লুশকভ জেলাটির সরাসরি সীমান্ত রয়েছে। জেলাটিতে প্রায় ২০ হাজার মানুষের বসবাস।
মেসেজিং অ্যাপ টেলিগ্রামে অ্যালেক্সি স্মিরনভ বলেন, জেলাটি থেকে লোকজন সরিয়ে নেওয়ার কাজের সমন্বয় করবে পুলিশসহ অন্যান্য সরকারি সংস্থা।
গতকাল ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়, তাদের বাহিনী কুরস্ক অঞ্চলের আরও এক থেকে দুই কিলোমিটার অভ্যন্তরে অগ্রসর হয়েছে। এ ছাড়া তারা সীমান্তবর্তী রুশ শহর সুধঝা থেকে রাশিয়ার বাহিনীকে হটিয়ে দিয়েছে।
রাশিয়ার কর্মকর্তাদের ভাষ্য, ইউক্রেনের হামলার মুখে প্রায় দুই লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।