‘উপসাগরীয় স্রোত’ ২০২৫ সালের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে

‘গাল্ফ স্ট্রিম’ অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাসাগরীয় স্রোত
ছবি: রয়টার্স

‘উপসাগরীয় স্রোত’ (গাল্ফ স্ট্রিম) ব্যবস্থা ২০২৫ সালের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে। নতুন এক গবেষণায় এমন ইঙ্গিত দেওয়া হয়েছে।

বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ এই মহাসাগরের স্রোতকে ‘আটলান্টিক মেরিডিওনাল ওভারটার্নিং সার্কুলেশন’ (অ্যামোক) নামে অভিহিত করে থাকেন। এই স্রোত বন্ধ হয়ে গেলে তা জলবায়ুর ওপর বিপর্যয়কর প্রভাব ফেলবে।

বৈশ্বিক উষ্ণতার কারণে অ্যামোক ১ হাজার ৬০০ বছরের মধ্যে এখন সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে।

গবেষকেরা ২০২১ সালে এ নিয়ে বিপৎসংকেত শনাক্ত করেছিলেন।

নেচার কমিউনিকেশনস নামের সাময়িকীতে নতুন গবেষণাটি প্রকাশিত হয়।

এই গবেষণায় নেতৃত্ব দেন ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিটার ডিটলভসেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি মনে করি, আমাদের খুবই উদ্বিগ্ন হওয়া উচিত।’

নতুন গবেষণা অনুসারে, যদি বিশ্বব্যাপী কার্বন নির্গমন কমানো না হয়, তাহলে ২০২৫ থেকে ২০৯৫ সালের মধ্যে এই স্রোত বন্ধ হয়ে যেতে পারে।

তবে অন্য অনেক বিজ্ঞানী নতুন এই বিশ্লেষণের সঙ্গে একমত নন। কিন্তু সব বিজ্ঞানীই এই বিষয়ে একমত যে ইস্যুটি অত্যন্ত উদ্বেগের। তাই কার্বন নির্গমন দ্রুত কমানো উচিত।