‘ছেলেকে ছাড়া সব শূন্য লাগছে’
সকালে বের হওয়ার আগে নাহেল বলে গিয়েছিল, মা, আমি তোমাকে ভালোবাসি... আমি কাজে যাচ্ছি, এর এক ঘণ্টা পরই খবর এল আমার ছেলেকে গুলি করা হয়েছে।’
ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত কিশোর নাহেলের মা মোনিয়া এসব কথা বলেন। ছেলে হারানো এই মা বলেন, ‘তাঁর ছেলে ছিল শ্রদ্ধাশীল ও দয়ালু।’
আজ বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে নাহেলের মা মোনিয়ার নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ শুরুর আগে তিনি ফ্রান্সের গণমাধ্যম প্রতিষ্ঠান ব্লাস্টের সঙ্গে কথা বলেন।
গত মঙ্গলবার প্যারিসের তল্লাশিচৌকিতে ১৭ বছর বয়সী নাহেল পুলিশের গুলিতে নিহত হয়। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, নির্দেশনা না মেনে পালিয়ে যাওয়ার সময় ওই কিশোরকে গুলি করা হয়।
এর জের ধরে দেশটিতে বিক্ষোভ চলছে। মোনিয়া ননতেরে চলমান বিক্ষোভে যোগ দিতে সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এই সড়কে নাহেল তার মোটরসাইকেল চালাতে পছন্দ করত।
নাহেলের মা বলেন, ‘আমার জীবন আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এটা খুব কষ্টের। তাকে ছাড়া সব শূন্য লাগছে।’
প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ গতকাল বুধবার এ ঘটনাকে ‘ক্ষমার অযোগ্য’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, কোনোভাবেই এ ঘটনাকে ‘সমর্থন করা যায় না’।