সার্বিয়ায় এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যাওয়া বন্দুকধারী অবশেষে গ্রেপ্তার

পুলিশ তল্লাশিচৌকিতে গাড়ি থামিয়ে তল্লাশি চালায়
ছবি: এএফপি

সার্বিয়ায় গতকাল বৃহস্পতিবার চলন্ত গাড়ি থেকে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যাওয়া বন্দুকধারী অবশেষে গ্রেপ্তার হয়েছেন। আজ শুক্রবার সকালে ‘ব্যাপক তল্লাশি ’ চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যার কিছু সময় পর রাজধানী বেলগ্রেড থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে ম্লাদিনোভাচ শহরের দুবোনা গ্রামে এ ঘটনা ঘটে। এতে ৮ জন নিহত ও অন্তত ১৪ জন আহত হন। এর আগের দিনই রাজধানী বেলগ্রেডের একটি স্কুলে ঢুকে এক শিক্ষার্থী গুলি ছোড়েন। এতে ৯ জন নিহত হয়েছিলেন।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিট নাগাদ পুলিশ গ্রেপ্তারের বিষয়টি জানায়। সন্দেহভাজন ব্যক্তিকে তাঁর নামের আদ্যক্ষর ইউবি দিয়ে শনাক্ত করা হয়েছে। তাঁকে ক্রাগুজেভাক শহরের কাছ থেকে আটক করা হয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

সার্বিয়ার সরকারি গণমাধ্যম রেডিও-টেলিভিশন সার্বিয়ার খবরে বলা হয়, ওই ব্যক্তি তাঁর দাদার বাড়িতে লুকিয়েছিলেন। স্থানীয় গণমাধ্যম জানায়, তাঁকে ধরতে ছয় শতাধিক পুলিশ অভিযান চালায়।

শুক্রবার সকালে সার্বিয়ার গণমাধ্যমগুলোর খবরে জানিয়েছিল, পুলিশের বিশেষ বাহিনী ঘটনাস্থল দুবোনাতে পৌঁছেছে। সেখানে পুলিশ তল্লাশিচৌকিতে গাড়ি থামিয়ে তল্লাশি চালায়। অপরাধীকে ধরতে হেলিকপ্টার, ড্রোনের সহায়তা নেওয়ার পাশাপাশি পুলিশ বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে।

ঘটনাস্থলে পড়ে আছে রক্তের দাগ
ছবি: এএফপি

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারীর জন্ম ২০০২ সালে। বৃহস্পতিবার সন্ধ্যায় দুবোনাতে একটি পার্কে এক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা-কাটাকাটি করে যাওয়ার পরই হামলাকারী স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি করতে শুরু করেন।

দুবোনার বাসিন্দা মিলান প্রোকি রেডিও বেলগ্রেড-১-কে বলেন, তিনি তাঁর বাড়ির কাছে গুলির শব্দ শুনতে পেয়েছেন। ‘এটা দুঃখজনক, পরিতাপের বিষয়, গুলি যাতে আমাদের গায়ে না লাগে, সে জন্য ঘর থেকে বের হইনি।’

শুক্রবার এক সংবাদ সম্মেলনে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ বলেন, সন্দেহভাজন ব্যক্তির গায়ে নব্য-নাৎসি প্রতীক সংবলিত একটি টি-শার্ট ছিল। তবে তিনি আর কোনো বিবরণ দেননি।

রাজধানী বেলগ্রেড থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে ম্লাদিনোভাচ শহরের দুবোনা গ্রামটি অবস্থিত
ছবি: এএফপি

প্রেসিডেন্ট এই হামলাকে ‘আমাদের সবার ওপর আক্রমণ’ বলে অভিহিত করে ১ হাজার ২০০ নতুন পুলিশ কর্মকর্তা নিয়োগের পরিকল্পনাসহ একাধিক নতুন নিরাপত্তাব্যবস্থার ঘোষণা দেন।

ভুচিচ নতুন করে বন্দুকের অনুমতি না দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি অবৈধ অস্ত্র রাখার জন্য কঠোর শাস্তি এবং বৈধ বন্দুকধারীদের মনস্তাত্ত্বিক পরীক্ষা করারও ঘোষণা দেন।

আরও পড়ুন