যুক্তরাজ্যের নির্বাচনে এআই প্রার্থীর ভরাডুবি
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রার্থী এআই স্টিভ স্বতন্ত্র প্রার্থী হিসেবে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে অংশ নিয়েছিল। কিন্তু ভোটারদের মন জয় করতে পারেনি স্টিভ। যুক্তরাজ্যের ব্রিগটন প্যাভিলিয়ন আসন থেকে লড়ে মাত্র ১৭৯ ভোট পেয়েছে এআই স্টিভ, যা মোট ভোটের দশমিক ৩ শতাংশ।
এআই স্টিভ মূলত ব্যবসায়ী স্টিভ এনডাকোটের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ভার্চ্যুয়াল প্রার্থী। বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। ব্যবসায়ী এনডাকোট যুক্তরাজ্যের প্রচলিত রাজনীতিতে বীতশ্রদ্ধ হয়ে এর অনন্য সমাধান হিসেবে এআই স্টিভকে সামনে আনেন। এই এআই প্রার্থীর পেছনে রয়েছে নিউরাল ভয়েস কোম্পানি। এই প্রার্থীর কাছে ২৪ ঘণ্টা যেকোনো ভোটার তাদের সমস্যার কথা জানাতে পারেন।
এআই স্টিভকে তৎক্ষণাৎ ভোটারদের সঙ্গে নানা বিষয় ও নীতিসংক্রান্ত ধারণা নিয়ে কথা বলার জন্য তৈরি করা হয়। এটি একসঙ্গে ১০ হাজার জনের সঙ্গে কথোপকথন চালাতে সক্ষম।
এআই স্টিভের প্রার্থী হওয়া ও নির্বাচনে জিতলে কে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করবে, তা নিয়ে ধোঁয়াশা ছিল। তবে যুক্তরাজ্যের নির্বাচন কর্তৃপক্ষ জানায়, এআই স্টিভ জিতলেও প্রার্থী হিসেবে স্টিভ এনডাকোটকেই পার্লামেন্টে যেতে হবে। যুক্তরাজ্যের নির্বাচনে প্রথম এআই প্রার্থী হিসেবে এআই স্টিভ ইতিহাস গড়লেও নির্বাচনী প্রচারে মনোযোগ কাড়তে বাধ্য হয় এটি। ব্রাইটন প্যাভিলিয়ন আসনে ৭০ শতাংশ ভোট পড়েছে। সেখানে গ্রিন পার্টির প্রার্থী সিয়ান বেরি জয়ী হয়েছেন।