২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ইউক্রেনের হোটেলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত রয়টার্সের নিরাপত্তা উপদেষ্টা

ইউক্রেনের ক্রামাতোরস্কে ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হোটেলে উদ্ধারকাজ চালাচ্ছেন জরুরি পরিষেবা সংস্থার সদস্যরা, ২৫ আগস্টছবি: এএফপি

ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি হোটেলে ক্ষেপণাস্ত্র হামলায় বার্তা সংস্থা রয়টার্সের এক নিরাপত্তা উপদেষ্টা নিহত হয়েছেন। গত শনিবার এ হামলার ঘটনা ঘটে। রয়টার্স গতকাল রোববার এ তথ্য জানিয়েছে।  

রয়টার্স বলছে, যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে রয়টার্সের ছয় কর্মী ইউক্রেনের ক্রামাতোরস্কের স্যাফায়ার হোটেলে অবস্থান করছিলেন। সেখানে শনিবার রাতে হামলায় সংবাদ প্রতিষ্ঠানটির নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা নিহত হন। হামলায় আহত হয়ে রয়টার্সের দুই সাংবাদিক হাসপাতালে আছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। তবে অপর তিন সাংবাদিক নিরাপদে আছেন।

দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ বড় শহর ক্রামাতোরস্ক। শহরটি প্রায়ই মানবিক সহায়তাকর্মী ও বিদেশি সাংবাদিকদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়।

নিহত ওই নিরাপত্তা উপদেষ্টা সম্পর্কে রয়টার্স বলেছে, ‘বিশ্বের নানা প্রান্তে সংবাদ সংগ্রহের সময় আমাদের অনেক সাংবাদিককে নিরাপদে রাখতে তিনি সহায়তা করেছেন। তিনি ছিলেন একজন প্রিয় সহকর্মী ও বন্ধু।’

ইউক্রেনের কৌঁসুলিরা বলেন, হোটেলটিতে গত শনিবার রাত ১০টা ৩৫ মিনিটের দিকে একটি রুশ ইসকান্দার ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে হোটেল ও এর পাশের ভবন ক্ষতিগ্রস্ত হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হামলার নিন্দা জানিয়েছেন। ২০২২ সাল থেকে ইউক্রেনে রুশ হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এসব কিছুর জন্য সন্ত্রাসী দেশটির ওপর বিশ্বের চাপ দেওয়া বন্ধ করা অবশ্যই উচিত হবে না।’

গত শনিবার ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলায় ১৮ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। রুশ কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার সীমান্ত অঞ্চলে ইউক্রেনের হামলায় ছয়জন নিহত হয়েছেন।

কিয়েভের দাবি, রাশিয়ার কুরস্ক অঞ্চলে আরও অগ্রসর হয়েছে দেশটির সেনাবাহিনী।