ক্রিমিয়ায় রুশ জ্বালানি তেলের টার্মিনালে ইউক্রেনের হামলা

হামলার পর ক্রিমিয়ার ফিওদোশিয়ায় জ্বালানি তেলের টার্মিনালে আগুন জ্বলতে দেখা যায়ছবি: রয়টার্স

রাশিয়া–নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় একটি গুরুত্বপূর্ণ জ্বালানি তেলের টার্মিনালে হামলা চালিয়েছে ইউক্রেনের বাহিনী। এখান থেকে যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর জন্য জ্বালানি তেল সরবরাহ করা হতো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, যুদ্ধ এখন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে।

ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বলা হয়েছে, ক্রিমিয়ায় দখল হয়ে যাওয়া ফিওদোশিয়ায় রাতে শত্রুপক্ষের জ্বালানি তেলের টার্মিনালে সফলভাবে হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন

ইউক্রেনের জেনারেল স্টাফ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বলেন, রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের দক্ষিণ উপকূলের ফিওদোশিয়া টার্মিনাল থেকে যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর জন্য জ্বালানি সরবরাহ করা হয়। রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক সম্ভাবনাকে দুর্বল করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে।

ফিওদোশিয়ায় রাশিয়ার নিয়োগ দেওয়া কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, সোমবার সকালে জ্বালানি তেলের ওই টার্মিনালে আগুন লেগেছে। তবে আগুনের উৎস সম্পর্কে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন

রাশিয়া–ইউক্রেন যুদ্ধের তৃতীয় বর্ষ চলছে। রাশিয়ার বিভিন্ন স্থাপনায় হামলা জেরাদার করেছে কিয়েভ। ইউক্রেন এখন দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ঘটিয়েছে। রুশ জ্বালানি তেলের ডিপো ও পরিশোধন কেন্দ্রগুলো এবং অস্ত্রাগারে হামলা চালানো এর লক্ষ্য।

আরও পড়ুন