ইউক্রেনকে ভূমিমাইন দিতে সম্মত বাইডেন

যুক্তরাষ্ট্রের দেওয়া ল্যান্ড মাইনগুলো ইউক্রেনের ভূখণ্ডে ব্যবহার করা হবে বলে আশা করে ওয়াশিংটনফাইল ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে ল্যান্ড বা ভূমিমাইন দিতে সম্মত হয়েছেন। যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেছেন, এসব ভূমিমাইন শিগগিরই সরবরাহ করা হবে। ওয়াশিংটনের প্রত্যাশা, এসব মাইন ইউক্রেন ভূখণ্ডে ব্যবহার করা হবে।

এমন একসময়ে এ খবর আসল, যখন গত রোববার যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভূখণ্ডে হামলার জন্য বাইডেন ইউক্রেনকে অনুমতি দিয়েছেন বলে একটি খবর গণমাধ্যমে এসেছে।

এ পরিস্থিতি গত রাতে ইউক্রেন ও রাশিয়া উভয়ে জানিয়েছে, তাদের নিজ নিজ দেশের ভূখণ্ডে বড় ধরনের ড্রোন হামলা হয়েছে।

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, তারা সাময়িকভাবে দূতাবাস বন্ধ রাখবে। কারণ তারা ‘২০ নভেম্বর একটি সম্ভাব্য বিমান হামলার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেয়েছে’।