প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে মডেল হয়ে সমালোচনার মুখে ফরাসি মন্ত্রী
ফ্রান্সের সামাজিক–বিষয়ক জুনিয়র মন্ত্রী মারলিন শিয়াপ্পা বিখ্যাত প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে মডেল হয়েছেন। এ নিয়ে নিজ দলের মধ্যেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। ফরাসি গণমাধ্যমের খবর অনুযায়ী, দেশের প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নি তাঁর অসন্তোষের কথা জানাতে শিয়াপ্পাকে ডেকে পাঠিয়েছেন।
ফ্রান্সে পেনশন সংস্কার নিয়ে এক মাসের বেশি সময় ধরে ব্যাপক আন্দোলন চলছে। এ নিয়ে সরকার যখন ব্যাপক চাপের মধ্যে, চলছে সামাজিক অস্থিরতা—ঠিক তখনই সামাজিক মন্ত্রীর এমন কাণ্ড ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে মডেল হওয়ার পাশাপাশি তাঁর সাক্ষাৎকার প্রকাশ করেছে এই বিখ্যাত সাময়িকী। ১২ পৃষ্ঠার ওই সাক্ষাৎকারে শিয়াপ্পা আইনসভায় নানা অনৈতিক আচরণ, রাস্তাঘাটে হয়রানি এবং নারী ও এলজিবিটি অধিকারের নানা দিক নিয়ে কথা বলেছেন।
সপ্তাহান্তে এক টুইট বার্তায় শিয়াপ্পা আত্মপক্ষ সমর্থন করে বলেন, নিন্দুক ও ভণ্ড ব্যক্তিদের প্রতি সম্মান রেখে বলছি, নারীদের তাঁর শরীরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে, এটা যেকোনো জায়গায় যেকোনো সময়। ফ্রান্সে নারীরা স্বাধীন।
ফরাসি সংবাদপত্র লা পারিসিয়েনের এক প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নি জুনিয়র মন্ত্রী শিয়াপ্পাকে ডেকে বলে দিতে পারেন, প্লেবয়কে দেওয়া তাঁর সাক্ষাৎকার সঠিক নয়। বর্তমান সময়ে তিনি যা বলেছেন, তা আদৌ ঠিক নয়।
বামপন্থী লা ফ্রান্স ইনসোরমাইজের নেতা জ্যঁ–লুচ মেলেচনও এই জুনিয়র মন্ত্রীর সমালোচনা করেছেন। সর্বশেষ ২০২২ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় হওয়া এই বামপন্থী নেতা প্লেবয় ম্যাগাজিনে শিয়াপ্পার প্রচ্ছদ ছবি এবং শিশু ম্যাগাজিন পিফ গ্যাজেটে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সাক্ষাৎকারের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ফ্রান্স লাইনচ্যুত হয়ে যাচ্ছে।
শিয়াপ্পা প্লেবয় ম্যাগাজিনের যে সংখ্যায় মডেল হয়েছেন, তা ৮ এপ্রিল বাজারে আসবে বলে লা পারিসিয়ান পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়। আসন্ন সংখ্যার প্রচ্ছদে ফরাসি মন্ত্রী শিয়াপ্পা সাদা পোশাকে পোজ দেন।