খারকিভে রক্তদানকেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়া, দাবি জেলেনস্কির

ভলোদিমির জেলেনস্কি
ছবি: এএফপি ফাইল ছবি

খারকিভ অঞ্চলে একটি রক্তদানকেন্দ্রে হামলা রাশিয়া করেছে বলে দাবি করে ইউক্রেন। তবে গতকাল শনিবার হওয়া এ হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন, তা সুনির্দিষ্ট করে বলা হয়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শুধু এ যুদ্ধাপরাধের ঘটনাটিই এককভাবে রাশিয়ার আগ্রাসনের মাত্রা বুঝিয়ে দেয়।

রাশিয়া এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে এর আগে বেসামরিকদের ওপর হামলা ও যুদ্ধাপরাধের সব ধরনের অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

আরও পড়ুন

বিবিসি এই হামলার সত্যতা যাচাই করতে পারেনি। প্রেসিডেন্ট জেলেনস্কি আরও বলেছেন, শনিবার পশ্চিমের খমেলনিৎস্কি অঞ্চলে মোটর সিচ গোষ্ঠী পরিচালিত একটি উড়োজাহাজ প্রস্তুতকারক কোম্পানির ওপর রাশিয়া আলাদা করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

কৃষ্ণসাগরে একটি রুশ ট্যাংকারের ওপর ইউক্রেন হামলা চালিয়েছে বলে মস্কোর পক্ষ থেকে অভিযোগ করার পর রাশিয়া এ হামলা চালায়। ওই ট্যাংকারে ১১ জন ক্রু সদস্য ছিলেন।

রাশিয়ার নৌ কর্মকর্তাদের দাবি, কার্চ প্রণালিতে ওই হামলায় সিগ নামের ট্যাংকারটির ইঞ্জিনকক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আরও পড়ুন

কৃষ্ণসাগর ও আজভ সাগরকে যুক্ত করেছেন কার্চ প্রণালি। ইউক্রেন এ ব্যাপারে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। তবে দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র বিবিসিকে বলেছে, সি ড্রোন ব্যবহার করে হামলা করা হয়েছে।