ইউক্রেনের প্রেসিডেন্ট বললেন, এখন নির্বাচনের সময় নয়
ইউক্রেনে এখন নির্বাচনের সময় নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
গতকাল সোমবার জেলেনস্কি তাঁর নিয়মিত ভার্চ্যুয়াল ভাষণে এ মন্তব্য করেন। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়ছে ইউক্রেন। চলমান এই যুদ্ধের মধ্যে ২০২৪ সালে ইউক্রেনে নির্বাচন করা না–করার বিষয়ে বিতর্ক জোরালো হচ্ছে। এ বিতর্কের মধ্যে নির্বাচন আয়োজনে অনীহার কথা জানালেন জেলেনস্কি।
ইউক্রেনের প্রেসিডেন্টের মতে, এখন নির্বাচনের সময় নয়। তাই ২০২৪ সালের নির্বাচনের ভাগ্য নিয়ে আলোচনাকে দায়িত্বজ্ঞানহীন মনে করছেন তিনি।
নিয়ম অনুযায়ী, ২০২৪ সালে ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা।
গত বছর সংঘাত শুরুর পর থেকে ইউক্রেনে সামরিক আইন কার্যকর রয়েছে। এ আইনের অধীন পদ্ধতিগতভাবে দেশটির সব নির্বাচন বাতিল করা হয়েছে।
গতকাল জেলেনস্কি তাঁর ভাষণে বলেন, ‘আমাদের স্বীকার করতে হবে যে এখন প্রতিরক্ষার সময়, যুদ্ধের সময়, যার ওপর রাষ্ট্র ও জনগণের ভাগ্য নির্ভর করছে।’
ইউক্রেনে প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি, এখন নির্বাচনের (সঠিক) সময় নয়।’
জেলেনস্কি আরও বলেন, এখন তাঁর দেশের ঐক্যবদ্ধ হওয়ার সময়, বিভক্তর সময় নয়।