ইউক্রেনে দীর্ঘমেয়াদি শান্তি চায় রাশিয়া: গোয়েন্দাপ্রধান

ভ্লাদিমির পুতিনের বিদেশি গোয়েন্দাপ্রধান সের্গেই নারিশকিনছবি : রয়টার্স

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ সাময়িক থামিয়ে রাখার বিপক্ষে রাশিয়া। এর পরিবর্তে মস্কো টেকসই ও দীর্ঘমেয়াদি শান্তি চায়, যাতে এ সংকটের মূল সমস্যা সমাধান করা যায়। গতকাল মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিদেশি গোয়েন্দাপ্রধান সের্গেই নারিশকিন এ কথা বলেন।

রুশ এই গোয়েন্দা কর্মকর্তা আরও বলেন, রাশিয়া আলোচনার জন্য প্রস্তুত। তবে এ লড়াই কোনোভাবে থামিয়ে দেওয়ার বিরোধী। এর পরিবর্তে দীর্ঘমেয়াদি শান্তি চায় রাশিয়া।

এদিকে রাশিয়ায় গোয়েন্দাগিরির অভিযোগে যুক্তরাজ্যের এক কূটনীতিককে বহিষ্কার করেছে মস্কো। এ ছাড়া গতকাল মঙ্গলবার ইউক্রেনে সবচেয়ে বড় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া খারকিভ অঞ্চলে কোপানকি নামের একটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা। বিশ্লেষকেরা বলছেন, আগের চেয়ে আরও দ্রুত বিভিন্ন অঞ্চলে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী।

ইউক্রেনের বিমানবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, রুশ হামলায় কয়েকটি অঞ্চলে ভবন ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে। এ হামলায় ইরানের নকশা করা ১৮৮টি শাহেদ ড্রোন ব্যবহার করা হয়েছে। এর মধ্যে ১৭টি এলাকায় ৭৬টি ড্রোন ভূপাতিত করা হয়। ড্রোনের পাশাপাশি চারটি ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাও ঘটেছে।

নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলেছে, পশ্চিমা দেশগুলোতে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্রসহায়তার বিষয়টি আলোচনা হচ্ছে। এ বিষয়ে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেনকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার আলোচনা একেবারে দায়িত্বজ্ঞানহীন।