অগ্নিকাণ্ডের সাড়ে পাঁচ বছর পর আবার খুলছে প্যারিসের নটর ডেম ক্যাথেড্রাল
ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় সাড়ে পাঁচ বছর পর আবার খুলছে ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক নটর ডেম ক্যাথেড্রাল।
উপলক্ষটি সামনে রেখে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাঁখো আজ শুক্রবার নবরূপের নটর ডেম ক্যাথেড্রাল পরিদর্শনে গেছেন।
মাঁখোর নটর ডেম ক্যাথেড্রাল পরিদর্শন টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ফলে নটর ডেম ক্যাথেড্রালের ভেতরের নতুন চেহারা প্রথমবারের মতো দেখতে পারছে বিশ্ব।
২০১৯ সালের ১৫ এপ্রিল বিকেলে নটর ডেম ক্যাথেড্রালে আগুন লাগে। প্রায় ৬০০ ফায়ার সার্ভিসের সদস্য ১৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে ৮৬০ বছরের বেশি পুরোনো নটর ডেম ক্যাথেড্রালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তারপর থেকে সাধারণের জন্য বন্ধ থাকে ক্যাথেড্রাল।
পরবর্তী সময়ে শুরু হয় পুনরুদ্ধার, সংস্কার ও নতুন করে পালিশের কাজ। এই কাজ করেন প্রায় ১ হাজার ৩০০ কারিগর-কর্মী। সংস্কারকাজে খরচ হয়েছে প্রায় ৭০০ মিলিয়ন ইউরো।
নটর ডেম ক্যাথেড্রালের ভেতরের নতুন রূপ এত দিন গোপন রাখা হয়। তবে সংস্কারকাজের অগ্রগতি সম্পর্কে জানাতে বিগত বছরগুলোয় ভেতরের কয়েকটি ছবি প্রকাশ করা হয়।
তবে সম্প্রতি যাঁরা ভেতরের দৃশ্য দেখেছেন, তাঁরা বলেছেন, সেখানকার নতুন চিত্র চোখধাঁধানো। আগের তুলনায় উজ্জ্বল।
সাধারণের জন্য আগামী ৭ ডিসেম্বর নটর ডেম ক্যাথেড্রাল আবার খুলে দেওয়া হবে। পুন–উদ্বোধন সামনে রেখে স্ত্রী ব্রিজিতকে সঙ্গে নিয়ে আজ নটর ডেম ক্যাথেড্রাল পরিদর্শনে গেছেন মাঁখো। আজ তাঁরা যে আনুষ্ঠানের সূচনা করছেন, তার ধারাবাহিকতায় ৭ ডিসেম্বর হবে পুন–উদ্বোধন। পরদিন ক্যাথেড্রালে হবে প্রথম ক্যাথলিক প্রার্থনা।