তৃতীয় সন্তানের মা–বাবা হচ্ছেন ক্যারি ও বরিস

বরিস জনসন এবং ক্যারি
ছবি: রয়টার্স ফাইল ছবি

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের স্ত্রী ক্যারি ঘোষণা দিয়েছেন, তিনি তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য প্রকাশ করেছেন তিনি।  

ক্যারি বলেছেন, কয়েক সপ্তাহের মধ্যে তিনি তৃতীয় সন্তানের জন্ম দিতে যাচ্ছেন।
৫৮ বছরের বরিস জনসন ও ৩৫ বছরের ক্যারির তিন বছর ও দুই বছর বয়সী দুটি সন্তান আছে।

তাঁর ২০২১ সালের মে মাসে এ যুগল বিয়ে করেন। ২০২০ সালে দ্বিতীয় স্ত্রী ম্যারিনা হোয়েলারের সঙ্গে বরিস জনসনের বিচ্ছেদ চূড়ান্ত হয়। সে সংসারে বরিসের চারটি সন্তান আছে। এ ছাড়া অন্য এক প্রেমিকার সঙ্গেও বরিসের একটি সন্তান আছে। তবে তাঁর প্রথম স্ত্রী অ্যালেগ্রা মোস্টিন-ওয়েনের সংসারে কোনো সন্তান নেই।

আরও পড়ুন
আরও পড়ুন

বরিস জনসন প্রায় ২০০ বছরের মধ্যে প্রথম কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী, যিনি দায়িত্বরত অবস্থায় বিয়ে করেছেন। এটি ছিল তাঁর তৃতীয় বিয়ে। এ দম্পতির দুই সন্তান রয়েছে। তাঁদের তিন বছর বয়সী সন্তানের নাম উইলফ এবং দুই বছর বয়সী সন্তানের নাম রোমি।

ইনস্টাগ্রাম পোস্টে ক্যারি লিখেছেন, উইলফ আবারও বড় ভাই হতে যাচ্ছে—এ খবরটি জানার পর থেকে ও খুব উৎফুল্ল অবস্থায় আছে। একটানা এটা নিয়ে গল্প করে যাচ্ছে। ভাববেন না যে কী হতে যাচ্ছে, তা নিয়ে রোমি কিছু আঁচ করতে পারছে না। শিগগিরই সে জেনে যাবে।

গত বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রিত্ব ছাড়েন বরিস জনসন। প্রথম স্ত্রী অ্যালেগ্রা মোস্টিন-ওইনের কোনো সন্তান নেই।