রাশিয়াকে হুমকি দিলেন ক্ষুব্ধ ভাগনারপ্রধান
ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী রুশ প্রতিষ্ঠান ভাগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন পূর্বাঞ্চলীয় ইউক্রেনের বাখমুত থেকে তাঁর বাহিনীর সেনাদের সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন। অস্ত্র ও গোলাবারুদের ঘাটতির কারণে বেশিসংখ্যক সেনা নিহত হচ্ছেন উল্লেখ করে এ হুমকি দিয়েছেন তিনি।
ভাগনার রাশিয়ায় একটি বেসরকারি সামরিক সংস্থা। তারা ভাড়ায় যোদ্ধা সরবরাহ করে। এই গ্রুপের সেনারা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়ছেন। বিশেষ করে, ইউক্রেনের পূর্বাঞ্চলে বাখমুত শহর ঘিরে যুদ্ধে তৎপরতা দেখিয়েছেন প্রতিষ্ঠানটির হাজারো যোদ্ধা।
রাশিয়ার সামরিক কর্মকাণ্ড–সংক্রান্ত ব্লগার সেমিয়ন পেগভকে দেওয়া সাক্ষাৎকারে ইয়েভজেনি প্রিগোজিন বলেন, প্রয়োজনীয় গোলাবারুদ না থাকায় বাখমুতে তাঁর বাহিনীর পাঁচ গুণ বেশি সেনা নিহত হচ্ছেন। গত শনিবার সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়।
প্রিগোজিন বলেন, ‘প্রতিদিনই আমরা হাজারো মরদেহ কফিনে ভরছি আর বাড়ি পাঠাচ্ছি।’
ভাগনারপ্রধানের ভাষ্য, রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে তিনি যত দ্রুত সম্ভব গোলাবারুদ পাঠাতে বলেছেন। এক চিঠিতে এ অনুরোধ জানিয়েছেন তিনি।
প্রিগোজিন বলেন, ‘গোলাবারুদের এ ঘাটতি পূরণ না হলে আমরা ইঁদুরের মতো আতঙ্কিত হয়ে ছুটোছুটি করব না। হয় আমরা সেনা প্রত্যাহার করব, নয়তো মারা যাব।’
তাঁর কথা অনুযায়ী, বাখমুত থেকে কিছুসংখ্যক যোদ্ধা সরিয়ে নেওয়া হতে পারে। তবে প্রিগোজিন সতর্ক করেছেন, বাখমুত থেকে সেনা সরিয়ে নেওয়া হলে ইউক্রেনের অন্যান্য জায়গায়ও রুশ সেনাদের অবস্থান নাজুক হয়ে পড়বে।
শনিবার সন্ধ্যায় নিজস্ব প্রেস সার্ভিসের টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত অডিও বার্তায় ভাগনারপ্রধান বলেন, গোলাবারুদ কম থাকায় তাঁর বাহিনীর ৯৪ যোদ্ধাকে হারাতে হয়েছে। তিনি আরও বলেন, ‘যদি আমাদের কাছে আরও গোলাবারুদ থাকত, তাহলে মৃতের সংখ্যা পাঁচ ভাগের এক ভাগ হতো।’
এর আগে ভাগনারপ্রধান অভিযোগ করেছিলেন, রাশিয়ার নিয়মিত সশস্ত্র বাহিনী তাঁর নেতৃত্বাধীন বেসরকারি বাহিনীটিকে প্রয়োজনীয় গোলাবারুদ দিচ্ছে না। রাশিয়ার শীর্ষ নেতারা বিশ্বাসঘাতকতা করেছেন বলেও অভিযোগ তাঁর।
শনিবার ইউক্রেনের সেনাবাহিনীর মুখপাত্র বলেন, বাখমুতে ইউক্রেনীয় সেনাদের কাছে রসদ সরবরাহের পথটি বন্ধ করে দিতে রুশ বাহিনী ব্যর্থ হয়েছে।