ইউক্রেনের ক্ষেপণাস্ত্রেই কি প্রাণ গেল রাশিয়ার হাতে বন্দী ৬৫ ইউক্রেনীয়র

রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছেছবি: রয়টার্স

ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে দেশটির একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। ওই উড়োজাহাজে রুশ বাহিনীর হাতে বন্দী হওয়া ইউক্রেনের ৬৫ সেনাসদস্যসহ ৭৪ জন আরোহী ছিলেন। রাশিয়ার অভিযোগ, ইউক্রেন গুলি করে উড়োজাহাজটিকে ভূপাতিত করেছে।

মস্কোর ভাষ্যমতে, এই ইউক্রেনীয় সেনাদের বন্দিবিনিময়ের প্রক্রিয়া চলছিল। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, উড়োজাহাজে রাশিয়ার ছয়জন ক্রু ও যুদ্ধবন্দীদের পাহারায় নিয়োজিত তিন ব্যক্তি ছিলেন।

 রাশিয়ার পার্লামেন্টের একজন সদস্য এবং অবসরপ্রাপ্ত জেনারেল আন্দ্রেই কার্তাপোলোভ এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, এটা একেবারে ইচ্ছাকৃত ছিল।  তারা খুব ভালো করেই জানত উড়োজাহাজটি ওই পথে আছে এবং এটি কোথায় যাচ্ছিল। আর অপারেটররা (ইউক্রেনীয়) ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, তারা লক্ষ্যে আঘাত হানতে ভুল করতে পারে না। বন্দিবিনিময়ের বিষয়টিকে ভেস্তে দিতে ইচ্ছাকৃতভাবে এটি করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট কমিটির প্রধান আন্দ্রেই কার্তাপোলোভ বলেন, ইউক্রেন তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উড়োজাহাজটিকে ভূপাতিত করেছে। এগুলো যুক্তরাষ্ট্র বা জার্মানির তৈরি।

এ ঘটনার ব্যাপারে জানতে চাইলে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে রয়টার্সের কাছে কোনো মন্তব্য করেনি। তবে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলায়াক রয়টার্সকে বলেন, সবকিছু খতিয়ে দেখতে একটু সময় দরকার। এরপর মন্তব্য করা হবে।

ইউক্রেনের গণমাধ্যম ইউক্রেনীয় প্রাভদা সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কিয়েভের কাছে তথ্য ছিল এটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র পরিবহন করছে, তাই উড়োজাহাজটি গুলি করে ভূপাতিত করেছে। পরে অবশ্য তারা সংশোধন করে জানায়, অন্যান্য সূত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

রাশিয়ার নিরাপত্তা সার্ভিসের সঙ্গে সংশ্লিষ্ট চ্যানেল বাজা বার্তা আদান–প্রদানের অ্যাপ টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা যায়, বেলগোরোদের ৭০ কিলোমিটার উত্তর-পূর্বের ইয়াবলোনোভো গ্রামের কাছে বড় একটি উড়োজাহাজ নিচের দিকে পড়ছে এবং বড় ধরনের বিস্ফোরণে আগুনের বলয় তৈরি হয়। ভিডিওটি যাচাই করে সত্যতা পেয়েছে রয়টার্স।

বেলগোরোদ অঞ্চলের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেন, উড়োজাহাজে থাকা সবাই মারা গেছেন। তদন্তকারী ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

আরও পড়ুন

সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে ইউক্রেন অনবরত হামলা চালিয়ে যাচ্ছে। ডিসেম্বরে এক ক্ষেপণাস্ত্র হামলায় সেখানে ২৫ জন নিহত হয়েছেন।

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমার চেয়ারম্যান ব্যাচেস্লাভ ভোলোদিন বলেন, ডুমার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ও জার্মান বুন্দেসটাগে আপিল করা হবে। যাতে তাঁদের আইনপ্রণেতারা দেখতে পান তারা কাদের অর্থায়ন করছে, কাদের সহায়তা করছে।

ব্যাচেস্লাভ ভোলোদিন আরও বলেন, ‘তারা (ইউক্রেন) মাঝ আকাশে নিজেদের সেনাদের গুলি করেছে। এই সেনাদের মা, স্ত্রী ও সন্তানেরা তাদের জন্য অপেক্ষা করছে। তারা সিদ্ধান্ত নিয়ে সামরিক পরিবহন উড়োজাহাজে থাকা আমাদের প্রতিরক্ষাবিহীন পাইলটদের গুলি করে হত্যা করেছে।’