যুক্তরাজ্যের সাবেক উপপ্রধানমন্ত্রী জন প্রেসকট মারা গেছেন

যুক্তরাজ্যের সাবেক উপপ্রধানমন্ত্রী জন প্রেসকটফাইল ছবি: এএফপি

যুক্তরাজ্যের সাবেক উপপ্রধানমন্ত্রী লর্ড জন প্রেসকট (৮৬) মারা গেছেন। আজ বৃহস্পতিবার পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে।

জন প্রেসকট ট্রেড ইউনিয়ন কর্মী হিসেবে পরিচিত ছিলেন। ১৯৯৭ সালের সাধারণ নির্বাচনে লেবার পার্টি বিজয়ী হলে দেশটিতে সরকার গঠন করেন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ওই সরকারে টানা ১০ বছর উপপ্রধানমন্ত্রী ছিলেন জন।

এক বিবৃতিতে জনের মৃত্যুর খবর জানান তাঁর স্ত্রী ও দুই ছেলে। এতে বলা হয়, সাবেক উপপ্রধানমন্ত্রী আলঝেইমারে ভুগছিলেন। মৃত্যুর আগে একটি সেবাকেন্দ্রে ছিলেন তিনি।

জনের মৃত্যুতে শোক জানিয়েছেন যুক্তরাজ্যের সাবেক দুই প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও গর্ডন ব্রাউন।