বাখমুতে কিছু এলাকা দখলমুক্ত করার দাবি ইউক্রেনের

দোনেৎস্ক অঞ্চলে যুদ্ধরত ইউক্রেনের সেনাসদস্যরা
ফাইল ছবি: এএফপি

বাখমুতের বেশ কিছু এলাকা ‘দখলমুক্ত’ করার দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের পূর্বাঞ্চলের এই শহরে কয়েক মাস ধরেই অগ্রসর হচ্ছিলেন রাশিয়ার সেনারা। ইউক্রেনীয় বাহিনীর এ ধরনের অর্জন গত কয়েক মাসের মধ্যে বিরল। ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বলেছেন, বিগত এক সপ্তাহের মধ্যে দুই কিলোমিটার অগ্রসর হয়েছেন দেশটির সেনারা।

এর আগে বাখমুতের দখল নেওয়ার দাবি করেছিল রুশ বাহিনী। এদিকে ইউক্রেনীয় বাহিনী যে দাবি করছে, তা অস্বীকার করেছে রাশিয়া। তবে ইউক্রেনের এ দাবি যদি সত্যি হয়, তাহলে বাখমুত দখলের যুদ্ধ নতুন বাঁক নিল। যদিও দীর্ঘদিন ধরে ইউক্রেন রুশ বাহিনীর অবস্থান লক্ষ্য করে ব্যাপক পরিসরে হামলা করার যে দাবি করছিল, তার স্পষ্ট কোনো প্রমাণ নেই।

বাখমুত নিয়ে ইউক্রেনের দাবি অস্বীকার করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনীয় সেনারা বাখমুতের বেশ কিছু অবস্থান দখলে নেওয়ার দাবি করেছেন। তবে তাঁদের এ দাবির সঙ্গে বাস্তবের কোনো মিল নেই এবং বিশেষ সামরিক অভিযান যেসব জায়গায় চালানো হচ্ছে, সেসব এলাকার সার্বিক পরিস্থিতি এখন (রাশিয়ার সেনাদের) নিয়ন্ত্রণে রয়েছে।

রাশিয়া–ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত বাখমুত নিয়ে সবচেয়ে দীর্ঘ ও রক্তক্ষয়ী লড়াই চলছে। ইউক্রেনের বিভিন্ন যুদ্ধক্ষেত্রের তুলনায় বাখমুত যুদ্ধ দীর্ঘমেয়াদি এবং এখানকার ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। যুদ্ধে দুই পক্ষই হাজারো সেনা হারিয়েছে। চলমান এ যুদ্ধে বাখমুতের নিয়ন্ত্রণকে দুই পক্ষের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। তবে এ নিয়ে প্রশ্ন আছে বিশেষজ্ঞদের।

বার্তা আদান–প্রদানের মাধ্যম টেলিগ্রামের এক পোস্টে ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী বলেছেন, বাখমুতের নিয়ন্ত্রণ পাওয়া যেন রুশ বাহিনীর কাছে ‘পবিত্র দায়িত্ব’ হয়ে দাঁড়িয়েছে। শহরটির নিয়ন্ত্রণ নেওয়া নিয়ে ক্রেমলিন একের পর এক ‘ভুয়া দাবি’ করছে বলে অভিযোগ তাঁর। আর সেখানে অস্ত্র ও গোলাবারুদ–সংকট নিয়ে রাশিয়া মিথ্যা ছড়াচ্ছে বলে মনে করেন তিনি।

বাখমুতে গত এক সপ্তাহের ‘সত্যিকার পরিস্থিতির’ বর্ণনা দিয়ে হান্না মালিয়ারের আরও দাবি, গত এক সপ্তাহে সেখানে দুই কিলোমিটার এলাকা দখলমুক্ত করেছেন ইউক্রেনীয় সেনারা এবং এই সময়ে রুশ বাহিনী অনেক সেনাকেও হারিয়েছে।

বাখমুতে রাশিয়ার হয়ে লড়ছে দেশটির বেসরকারি ভাড়াটে বাহিনী ভাগনার। কিছুদিন ধরেই ভাগনার সেনারা অস্ত্র আর গোলাবারুদ–সংকটে আছেন বলে দাবি করে আসছেন ভাগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোশিন। গত বৃহস্পতিবার প্রিগোশিন বলেন, বাখমুতের কাছ থেকে রুশ সেনাদের একটি দল পালিয়েছে। এর জন্য রাশিয়ার সামরিক নেতৃত্বকে দায়ী করেছেন তিনি।

এমন দাবি করে ইয়েভজেনি প্রিগোশিন আরও বলেছেন, ‘যুদ্ধের সম্মুখসারিকে ভেঙে দিতে আজ সবকিছুই করা হচ্ছে। আমাদের সঙ্গে থাকা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি দলের সদস্যরা তাঁদের অবস্থান ছেড়ে পালিয়েছেন। সবাই পালাচ্ছেন।’