ভেনিসে ঢুকতে হলে টিকিট কিনতে হবে
ইতালির ভেনিস শহরে বেড়াতে গেলে কর্তৃপক্ষকে অর্থ দিতে হবে। আগে থেকেই টিকিট কিনে আসতে হবে। তা না হলে দিতে হবে জরিমানা। এমন নিয়ম কার্যকর করা শুরু করেছে শহরটির কর্তৃপক্ষ। কিন্তু তাদের বিরুদ্ধে বিখ্যাত এই শহরকে থিম পার্ক হিসেবে রূপ দেওয়ার অভিযোগ করতে শুরু করেছেন এখানকার বাসিন্দারা।
বিশ্বে বড় বড় শহরের মধ্যে ভেনিসই প্রথম শহর, যেখানে বেড়াতে যাওয়ার আগে পর্যটকদের পাঁচ ইউরো দিয়ে টিকিট কিনতে হবে। ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো বলেন, বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা শহরটিকে রক্ষায় ও একে আবার বাসযোগ্য করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। শহর কর্তৃপক্ষের টিকিট পদ্ধতি পছন্দ হয়নি শহরটির বাসিন্দাদের অনেকেরই। তাঁরা এ নিয়ে গত বৃহস্পতিবার বিক্ষোভ করেছেন।