৪ বছরে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে ৩৪ লাখ কোটি রুবল খরচ করবে রাশিয়া

রাশিয়ার ছত্রীসেনাদের একটি দল
ছবি: রয়টার্স ফাইল ছবি

রাশিয়ার সরকার দেশটির প্রতিরক্ষা, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা খাতে ৩৪ লাখ কোটি রুবল (৬০ হাজার কোটি ডলার) খরচের পরিকল্পনা করছে। রাশিয়ার সর্বশেষ ব্যয়পরিকল্পনা অনুযায়ী ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত এসব অর্থ ব্যয় করা হবে। রাশিয়ার অর্থ মন্ত্রণালয়ের এ হিসাব–নিকাশের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।

নতুন ব্যয়পরিকল্পনা অনুযায়ী, রাশিয়া এ সময়ে জাতীয় প্রতিরক্ষা খাতে ১৮ লাখ ৫০ হাজার কোটি রুবল ব্যয় করবে। এর মধ্যে চলতি বছর খরচ করা হবে ৪ লাখ ৭০ হাজার কোটি রুবল।

আরও পড়ুন

এর আগে চলতি বছর জাতীয় প্রতিরক্ষা খাতে ৩ লাখ ৫০ হাজার কোটি রুবল খরচের পরিকল্পনা করেছিল মস্কো। আর ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ১০ দশমিক ৯ ট্রিলিয়ন রুবল খরচ করার কথা ছিল।

তবে এ বছর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা খাতে ২ লাখ ৮০ হাজার কোটি রুবল খরচের যে পরিকল্পনা করা হয়েছিল, তা অপরিবর্তিত থাকছে। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত এ খাতে ১৫ লাখ ৬০ হাজার কোটি রুবল বরাদ্দ ছিল। তবে নতুন পরিকল্পনা অনুযায়ী ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত ৮ লাখ ৭০ হাজার কোটি রুবল খরচ করা হবে।

আরও পড়ুন

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওই সূত্র এই ব্যয়পরিকল্পনার ব্যাপারে বিস্তারিত উল্লেখ করেনি। রাশিয়ার অর্থ মন্ত্রণালয় এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

প্রতিবেশী দেশ ইউক্রেনে গত ফেব্রুয়ারি থেকে ব্যয়বহুল সামরিক অভিযান চালাচ্ছে মস্কো। সম্প্রতি এ অভিযানে পাঠাতে আরও তিন লাখ সেনা সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।