ইউক্রেনে নতুন ধরনের জিএলএসডিবি বোমা পাঠানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র
ইউক্রেনে নতুন একধরনের বোমা পাঠানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র। জিএলএসডিবি নামের এই বোমাগুলো আকারে ছোট ও দামে সাশ্রয়ী। এসব বোমা দিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস করা সম্ভব। সেগুলো হাতে পেলে দূর থেকেই রুশ বাহিনীর ওপর হামলা চালাতে পারবেন ইউক্রেনের সেনারা। আজ সোমবার আল–জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জিএলএসডিবির পূর্ণ রূপ ‘গ্রাউন্ড লঞ্চড স্মল ডায়ামিটার বোম্ব’। এই বোমা তৈরির প্রস্তাব করেছে বিখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। ইউক্রেন ও পূর্ব ইউরোপে যুক্তরাষ্ট্রের মিত্রদের নতুন ধরনের অস্ত্র পাঠানোর পরিকল্পনা রয়েছে মার্কিন সরকারের। ওই পরিকল্পনার আওতায় জিএলএসডিবি বোমা তৈরি করা হতে পারে।
যুক্তরাষ্ট্রের ওই পরিকল্পনা সম্পর্কে জানাশোনা আছে এমন তিনজন ব্যক্তির বরাতে এবং এ–সংক্রান্ত বিভিন্ন নথিপত্র যাচাই করে বার্তা সংস্থা রয়টার্স বলছে, ২০২৩ সালের শুরুর দিকে জিএলএসডিবি ইউক্রেনে সরবরাহ করা হতে পারে। এই বোমা ব্যবহার করে ১৫০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানা যাবে।
এদিকে ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কর্মকর্তা ডগ বুশ। তিনি বলেন, সেনাবাহিনী ১৫৫ মিলিমিটারের কামানের গোলার উৎপাদন বাড়ানোর কথাও ভাবছে। বর্তমানে এগুলো শুধু যুক্তরাষ্ট্রের সরকারের বিভিন্ন সমরাস্ত্র কারখানায় তৈরি করা হয়।
গত ফেব্রুয়ারিতে রাশিয়ার অভিযানের শুরু থেকেই ইউক্রেনে বিভিন্ন ধরনের অস্ত্রসহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে আরও বেশি অস্ত্র পাঠানোর আহ্বান জানাচ্ছে ইউক্রেন সরকার। এদিকে অস্ত্র সরবরাহ করতে গিয়ে চাপের মুখে রয়েছে পশ্চিমা দেশগুলো। কারণ, এরই মধ্যে তাদের নিজেদের অস্ত্রের মজুতও বেশ কমে এসেছে।