রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ব্রিটিশ নাগরিককে আটক করল রুশ বাহিনী

জেমস স্কট রিস অ্যান্ডারসনছবি: এক্স থেকে নেওয়া

রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর হয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া এক ব্রিটিশ ভাড়াটে সেনাকে আটক করেছেন রুশ সেনারা। নিরাপত্তা–সংশ্লিষ্ট একটি সূত্র রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আরআইএকে এ তথ্য জানিয়েছে।

গতকাল রোববার আরআইএতে প্রকাশিত এক প্রতিবেদনে ওই সূত্র বলেছে, ব্রিটেনের এক ভাড়াটে সেনাকে আটক করা হয়েছে। তিনি তাঁর নাম জেমস স্কট রিস অ্যান্ডারসন বলে জানিয়েছেন। তাঁর কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

বার্তা পাঠানোর মাধ্যম টেলিগ্রামে রাশিয়াপন্থী একটি চ্যানেলে গতকাল পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, সেনাবাহিনীর পোশাক পরা এক তরুণ হাঁটু গেড়ে বসে আছেন। পেছন থেকে তাঁর হাত বাঁধা। তিনি জানান, তাঁর নাম জেমস স্কট রিস অ্যান্ডারসন এবং তিনি একসময় ব্রিটিশ সেনাবাহিনীতে কাজ করেছেন।

রয়টার্স স্বতন্ত্রভাবে ওই ভিডিও এবং আরআইএ ও অন্যান্য সংবাদমাধ্যমের প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি। ভিডিওটি কখন ধারণ করা হয়েছে, তা-ও স্পষ্ট নয়। এ বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

আরও পড়ুন

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে বলেছে, ওই নাগরিক আটক হওয়ার পর তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছে তারা।

ইউক্রেনের সেনাবাহিনী গত আগস্টে রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে আচমকা হামলা চালায়। অঞ্চলটির একটি অংশ এখনো ইউক্রেনীয় সেনাদের নিয়ন্ত্রণে। কিয়েভ বলেছে, তারা এরই মধ্যে ওই অঞ্চলে দখল করা ৪০ শতাংশের বেশি এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে। রুশ সেনারা সেখানে পাল্টা অভিযান জোরদার করেছেন।

আরও পড়ুন