ইসমাইল হানিয়া নিহত হওয়ার ঘটনা অগ্রহণযোগ্য রাজনৈতিক হত্যাকাণ্ড: রাশিয়া

ইসমাইল হানিয়াফাইল ছবি: এএফপি

রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ বলেছেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রধান রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া নিহত হওয়ার ঘটনাটি ‘একেবারেই অগ্রহণযোগ্য রাজনৈতিক হত্যাকাণ্ড’। আজ বুধবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।  

বোগদানভ বলেন, এটি পুরোপুরি অগ্রহণযোগ্য রাজনৈতিক হত্যাকাণ্ড। এ ঘটনাটি উত্তেজনা আরও বাড়িয়ে দেবে।

রুশ উপপররাষ্ট্রমন্ত্রী মনে করেন, এ হত্যার ঘটনাটি গাজায় যুদ্ধবিরতিসংক্রান্ত আলোচনার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

ইসরায়েলের পাশাপাশি বিভিন্ন আরব দেশ, ইরান এবং হামাসের সঙ্গেও রাশিয়ার সম্পর্ক আছে। এ অঞ্চলে সহিংসতা নিয়ে প্রায়ই নিন্দা জানিয়ে থাকে রাশিয়া। দেশটির অভিযোগ, যুক্তরাষ্ট্র স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করে থাকে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আজ সকালে ইসমাইল হানিয়ার নিহত হওয়ার খবর প্রচার করে। টেলিভিশনের খবরে বলা হয়, রাজধানী তেহরানে হামলায় ইসমাইল হানিয়া ও তাঁর একজন দেহরক্ষী নিহত হন। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হামাসের শীর্ষ নেতার নিহত হওয়ার খবর জানিয়ে বিবৃতি দেয়।

পরে হামাসের পক্ষ থেকেও হানিয়ার নিহত হওয়ার খবর জানিয়ে বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়, হানিয়া ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তেহরানে তাঁর আবাসস্থলে নিহত হয়েছেন।