রুশ বিমানঘাঁটিতে তাহলে কে হামলা চালিয়েছে
রাশিয়ার পসকভ শহরের বিমানঘাঁটিতে গত মঙ্গলবার হামলা চালানো ড্রোনগুলো সে দেশের ভেতর থেকেই ছোড়া হয়েছিল বলে জানিয়েছেন ইউক্রেনের সামরিক গোয়েন্দাপ্রধান কিরিলো বুদানভ। ওই হামলায় রাশিয়ার দুটি পরিবহন উড়োজাহাজ ধ্বংস ও দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। আগে শুধু চারটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর জানিয়েছিল মস্কো।
তবে কী ধরনের ড্রোন দিয়ে ওই হামলা চালানো হয়েছে, তা নিশ্চিত করেননি কিরিলো বুদানভ। কয়টি ড্রোন ব্যবহার করা হয়েছে, তা-ও জানাননি তিনি। গতকাল বৃহস্পতিবার ‘ওয়ার জোন’ নামের একটি ওয়েবসাইটকে তিনি বলেন, রাশিয়ার ভেতর থেকেই ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ড্রোন দিয়ে রুশ উড়োজাহাজগুলোর জ্বালানির ট্যাংক ও ডানায় হামলা চালানো হয়েছিল।
রাজধানী মস্কোসহ রাশিয়ার বিভিন্ন শহরে নিয়মিত ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন। পসকভ শহরে হামলা চালানোর দায়ও স্বীকার করেছে দেশটি। প্রথমে মনে করা হচ্ছিল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ওই বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে। তবে কিরিলো বুদানভ ড্রোনের বিষয়টি স্বীকার করায় সেই জল্পনার অবসান হয়েছে।
এর আগে বৃহস্পতিবারই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের তৈরি একটি অস্ত্র ৭০০ কিলোমিটার দূরের একটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইউক্রেন সীমান্ত থেকে পসকভ শহরের দূরত্ব প্রায় ৭০০ কিলোমিটার।
এদিকে বৃহস্পতিবার রাতভর রাশিয়ার বিভিন্ন স্থানে ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। এতে মস্কোর বাইরে লিউবের্তসি শহরে রকেটের ইলেকট্রনিক যন্ত্রাংশ তৈরির একটি কারখানার ক্ষতি হয়েছে বলে অসমর্থিত সূত্রে জানা গেছে। তবে মস্কোর মেয়র সের্গেই সোবইয়ানিন জানিয়েছেন, লিউবের্তসি শহরে সব ড্রোন ভূপাতিত করা হয়েছে। কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে ড্রোন হামলার জেরে আজ শুক্রবার সকালে মস্কোর কয়েকটি বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল ব্যাহত হয়। কুরস্ক অঞ্চলের গভর্নর রোমান স্তারোভোইৎ বলেছেন, কুরশাতভ শহরের একটি আবাসিক ও একটি প্রশাসনিক ভবনে হামলা হয়েছে। এই শহরের অবস্থান কুরস্ক পারমাণবিক কেন্দ্রের কাছে।