সুনাকের সঙ্গে বৈঠক করতে এবার যুক্তরাজ্য সফরে জেলেনস্কি
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে সাক্ষাতের জন্য দেশটি সফর করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এ প্রসঙ্গে এক টুইটার পোস্টে জেলেনস্কি বলেন, অর্থবহ সমঝোতার জন্য তিনি তাঁর বন্ধু সুনাকের সঙ্গে সাক্ষাৎ করবেন করবেন।
যুক্তরাজ্য গত বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে তারা ইউক্রেনের জন্য দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য যুক্তরাজ্যের কাছ থেকে ইউক্রেন এসব ক্ষেপণাস্ত্র চেয়েছিল।
জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের জন্য জোরালো সমর্থন আদায়ে সাম্প্রতিক দিনগুলোতে তিনি পশ্চিমা নেতাদের সঙ্গে সাক্ষাৎ করছেন।
টুইটার পোস্টে তিনি আরও বলেন, স্থল ও আকাশপথে আমাদের সক্ষমতা বাড়িয়ে দিতে যুক্তরাজ্য নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করেছে। এ সহায়তা অব্যাহত থাকবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, বৈঠকে ইউক্রেনকে পূর্ণাঙ্গ সহায়তা দেওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করবেন সুনাক। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে আজ সোমবার এ বৈঠক হবে।
সুনাক বলেছেন, ‘আমরা অবশ্যই তাদের (ইউক্রেন) দমে যেতে দেব না।’
ব্রিটিশ সরকারের কর্মকর্তারা জেলেনস্কির এ সফরকে সৌজন্যমূলক বলে উল্লেখ করেছেন।
ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনকে সহায়তায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন দেওয়ার আশ্বাস দেবে যুক্তরাজ্য।
জেলেনস্কি সম্প্রতি ইউরোপ সফর শুরু করেন। এর অংশ হিসেবে প্যারিস, বার্লিন ও রোম সফরের পর তিনি এখন যুক্তরাজ্য সফরে আছেন।
বার্লিনে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে গতকাল রোববার বৈঠক করেন জেলেনস্কি। ওই বৈঠকের পর ইউক্রেনকে ২৭০ কোটি ইউরো সমমূল্যের প্রতিরক্ষা সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি।
এর পর প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে জেলেনস্কির বৈঠক হয়। ওই বৈঠকের পর ইউক্রেনকে আরও কিছু হালকা ট্যাংক ও সাঁজোয়া যান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো লন্ডন সফর করেছিলেন জেলেনস্কি। ওই সময় তিনি ব্রিটিশ রাজার সঙ্গে দেখা করেছিলেন এবং যুক্তরাজ্যের পার্লামেন্টে ভাষণ দিয়েছিলেন।
আর এবার জাপানের হিরোশিমায় জি-৭ সম্মেলনকে সামনে রেখে যুক্তরাজ্য সফর করলেন তিনি। চলতি সপ্তাহের শেষের দিকে হতে যাওয়া এ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক উপস্থিত থাকবেন।