নেদারল্যান্ডসে সরকার গঠনে নতুন বিপত্তিতে ভিল্ডার্স
জোট সরকার গঠনে আরেকবার ধাক্কা খেলেন নেদারল্যান্ডসের উগ্র ডানপন্থী রাজনীতিক খেয়ার্ট ভিল্ডার্স। কাজ চালিয়ে নেওয়ার মতো একটি সরকার গঠনের সম্ভাবনা নিয়ে অন্যান্য দলের সঙ্গে আলোচনা করতে তাঁর নিয়োজিত ব্যক্তি গতকাল সোমবার আকস্মিক পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
গোম ফন স্ট্রিয়েনকে গত শুক্রবার অন্যান্য দলের সঙ্গে আলোচনার জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। গতকাল এক বিবৃতিতে স্ট্রিয়েন বলেন, একটি প্রতারণা মামলায় তাঁর লড়ে যাওয়ার বিষয়ে সপ্তাহান্তে প্রকাশিত প্রতিবেদনের পর এমন দায়িত্ব পালন তাঁকে মানায় না। কোনো ধরনের অপরাধ করার বিষয়টিও অস্বীকার করেছেন তিনি।
স্ট্রিয়েন বলেন, ‘এ নিয়ে যে অস্থিরতা দেখা দিয়েছে, আলোচনার সমন্বয়ক হিসেবে আমার বর্তমান কাজের সঙ্গে এটি আমার দৃষ্টিতে মানানসই নয়।’ তিনি বলেন, ‘এ জন্য কোনো বিলম্ব ছাড়াই এ দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়টি খেয়ার্ট ভিল্ডার্স এবং পার্লামেন্টের চেয়ারপারসনকে আমি জানিয়ে দিয়েছি।’
স্ট্রিয়েনের আকস্মিক এই পদত্যাগ ভিল্ডার্সের ফ্রিডম পার্টির জোট সরকার গঠনের জটিলতাকে আবারও সামনে এনেছে।