ইউক্রেনের পূর্বাঞ্চল প্রায় হাতছাড়া হওয়ার পথে

গোলা ছোড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন ইউক্রেনের এক সেনা। বাখমুত, দোনেৎস্ক, ১৩ জুলাই
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি মোতাবেক অস্ত্র ইউক্রেনের সেনাদের হাতে এখনো পৌঁছায়নি। ফলে ইউক্রেনের পূর্বাঞ্চলের অনেক অঞ্চল তাদের হাতছাড়া হওয়ার পথে। রুশ সেনারা দ্রুত সামনে এগোচ্ছে। ইউক্রেনের স্থলবাহিনীর একজন কমান্ডার আলেকসান্দর কোজাচেঙ্কো সতর্ক করে বলেছেন, তিনি ও তাঁর সেনারা রাশিয়ার সেনাদের ক্রমাগত আক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছেন।

কোজাচেঙ্কোর বাহিনীর কাছে থাকা যুক্তরাষ্ট্রের এম ৭৭৭ হাউৎজার থেকে প্রতিদিন ১০০ গোলা ছোড়া যেত। কিন্তু এখন তা সর্বোচ্চ ১০টিতে নেমে এসেছে। তিনি বলেন, ‘এখন দৈনিক ৩০টি গোলা নিক্ষেপ করার বিষয়টি আমাদের জন্য বিলাসিতা।’

গত মাসে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ইউক্রেনকে ৬১ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা বিল পাস হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, তারা যত দ্রুত সম্ভব ইউক্রেনকে গোলাবারুদ সরবরাহ করবে। এ মাসের শুরুতে ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধরত দুটি সেনা ইউনিট পরিদর্শন করে বার্তা সংস্থা রয়টার্স। সেখানকার সেনারা বলেন, রুশ সেনাদের আটকাতে যে গোলাবারুদ দরকার, তার সামান্যই আছে তাদের কাছে। তারা আরও গোলাবারুদ পাওয়ার আশায় রয়েছে।

ইউক্রেনের দোনেৎস্কের দুটি ইউনিটের বন্দুকধারী সদস্যরা বলেন, তাঁদের ১৫৫ এমএম গুলি প্রয়োজন। এ যুদ্ধের শুরুতে তাঁরা এই অস্ত্র ব্যবহার করে রাশিয়ার সেনাদের প্রতিহত করেছিলেন।

এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে ব্যাপক সেনা সমাবেশ ঘটিয়েছে রাশিয়া। সেনা ও অস্ত্রের সংখ্যায় তারা ইউক্রেনকে ছাড়িয়ে গেছে। তারা পূর্ব দনবাসের এলাকায় ব্যাপক হামলা করছে। গত সপ্তাহে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলেও হামলা জোরদার করেছে রুশ বাহিনী।

ফিনল্যান্ডভিত্তিক স্বেচ্ছাসেবক গ্রুপ কৃত্রিম উপগ্রহের ছবি বিশ্লেষণ করে জানিয়েছে, গত বছরের গ্রীষ্মের চেয়ে এ বছর রাশিয়া আরও বেশি অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। উল্লেখ্য, দুই বছর আগে ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ বছর রাশিয়া এখন পর্যন্ত ৬৫৪ বর্গকিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। গত জুন থেকে অক্টোবরে ইউক্রেন ৪১৪ বর্গকিলোমিটার এলাকার পুনঃ নিয়ন্ত্রণ নিয়েছিল। এ বছরের শুধু মে মাসেই এখন পর্যন্ত ২২২ বর্গকিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে চলে গেছে।

ইউক্রেনের কর্নেল পাভলো পালিসা বলেন, পূর্ব অঞ্চলে ইউক্রেনের প্রতিরক্ষাব্যবস্থা পুরোপুরি ভেঙে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। এটা ইউক্রেনের সেনাদের জন্য কঠিন সময়। এ বছরের শেষ নাগাদ ক্রেমলিন দনবাসের পুরো শিল্প এলাকার নিয়ন্ত্রণ নিতে চায়। ইতিমধ্যে ইউক্রেনের সেনাদের জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে রাশিয়া।

আরও পড়ুন