আবারও ভূমিকম্পে কাঁপল তুরস্ক
আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক। আজ বৃহস্পতিবার ভোরে দেশটির ইস্টার্ন আনাতোলিয়া অঞ্চলের এলাজিগ প্রদেশের সিভরিস শহরে এ ভূকম্পন অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৪। ভূমি থেকে ১১ দশমিক ২ কিলোমিটার গভীরে এর উৎপত্তি।
প্রাথমিকভাবে ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়। এতে দুই দেশে নিহত হন অর্ধলক্ষের বেশি মানুষ। সাম্প্রতিক সময়ের মধ্যে এটা তুরস্ক ও সিরিয়ায় সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা।