ইউক্রেনের হামলায় রাশিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ১৪

রাশিয়ার বেলগোরোদ শহরের একটি গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। বলা হচ্ছে, ইউক্রেনের হামলায় বিধ্বস্ত হয়েছে গাড়িটিছবি: এএফপি

রাশিয়ার বেলগোরোদ শহরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। গতকাল শুক্রবার রাত থেকে চালানো এসব হামলায় আহত হয়েছেন আরও ১০৮ জন। রাশিয়ার জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয় আজ শনিবার এ তথ্য জানিয়েছে।

ইউক্রেন সীমান্ত থেকে বেলগোরোদ শহরের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। যুদ্ধ শুরুর পর থেকেই বারবার হামলার শিকার হয়েছে শহরটি। সর্বশেষ হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, শহরের রাস্তায় ধ্বংসাবশেষ ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে। ধোঁয়া উঠছে বিধ্বস্ত গাড়ি থেকে। এ সময় বড় একটি বিস্ফোরণের শব্দও শোনা যায়।

আরও পড়ুন

প্রাথমিকভাবে বেলগোরোদে একজনের মৃত্যুর খবর জানিয়েছিল রাশিয়া। তবে পরে রুশ জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়, হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ হয়েছে। তাঁদের মধ্যে দুই শিশুও রয়েছে। আর আহত ১০৮ জনের মধ্যে রয়েছে ১৫ শিশু।

গতকালের হামলার বিষয়টি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানানো হয়েছে বলে নিশ্চিত করেছে ক্রেমলিন। আর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হুমকি দিয়ে বলেছে, হামলাকারীদের ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন

এর আগে গতকাল ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা চালায় রাশিয়া। আজ কিয়েভের দেওয়া তথ্য বলছে, ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯। যুদ্ধ শুরুর পর একে রাশিয়ার সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা বলে আখ্যায়িত করেছে ইউক্রেন সরকার।

এদিকে শুক্রবার সন্ধ্যায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে রাশিয়ার নতুন করে ব্যাপক বোমা হামলার নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে ইউক্রেনে এ হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন