ইউক্রেনের তিন অঞ্চলে রুশ হামলা, নিহত ১, শত শত স্থাপনা বিদ্যুৎ–বিচ্ছিন্ন
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির তিনটি অঞ্চলে আজ সোমবার সকালে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ছাড়া শত শত স্থাপনা বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো টেলিগ্রামে বলেন, শেভচেনকিভস্কি এলাকায় আজ সকালে দফায় দফায় ড্রোন হামলা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত একটি বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে এক নারীর লাশ উদ্ধার হয়েছে। আরেকজন ধ্বংসস্তূপের নিচেই আটকে পড়ে আছেন। তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো এলাকাটি বিস্ফোরণে কেঁপে উঠল। এসব বিস্ফোরণে কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া একটি অনাবাসিক ভবনে আগুন ধরে যায়।
এদিকে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শেমহাল জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনের তিনটি অঞ্চলে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে। এতে শত শত শহর ও গ্রাম বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ডেনিস শেমহাল বলেন, রাশিয়ার সন্ত্রাসীরা আবারও ইউক্রেনের তিনটি অঞ্চলে জ্বালানি অবকাঠামোর ওপর হামলা চালিয়েছে। অঞ্চল তিনটি হলো—কিয়েভ, দিনিপ্রোপেট্রোভস্ক ও সুমি। এর মধ্যে কিয়েভে পাঁচটি হামলা চালানো হয়েছে। এসব হামলার ফলে শত শত বসতি বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
কিয়েভে থাকা মার্কিন দূতাবাস এসব হামলার নিন্দা জানিয়ে তারা ইউক্রেনের জনগণের পাশে আছে বলে টুইট করেছে।
সেখানে লেখা হয়েছে, ‘ইউক্রেনের বেসামরিক লোকজন ও তাঁদের অবকাঠামোর বিরুদ্ধে আজ সকালে আরও মরিয়া হয়ে রাশিয়া হামলা চালিয়েছে, যা নিন্দনীয়। আমরা ইউক্রেনের জনগণের মনোবল ও সহনশীলতার প্রশংসা করি। আমরা তোমাদের পাশে আছি।’