দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অস্ট্রিয়ায় প্রথম অতি ডানপন্থী দলের জয়

ফ্রিডম পার্টির নেতা হার্বার্ট কিকল সমর্থকদের উদ্দেশে হাত নাড়ছেন। ভিয়েনা, অস্ট্রিয়া, ২৯ সেপ্টেম্বর ২০২৪ছবি: এএফপি

অস্ট্রিয়ায় সাধারণ নির্বাচনে জয় পেয়েছে অতি ডানপন্থী ফ্রিডম পার্টি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অস্ট্রিয়ায় এই প্রথম কোনো অতি ডানপন্থী দল সাধারণ নির্বাচনে জয় পেল।

ফ্রিডম পার্টির এই জয়কে ‘অভূতপূর্ব’, ‘ঐতিহাসিক’, ‘ভূমিকম্প’ প্রভৃতি বিশেষণে বিশেষায়িত করা হচ্ছে।

নির্বাচনে জয়লাভ করলেও ফ্রিডম পার্টি সরকার গঠন করতে পারব কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

ফ্রিডম পার্টি সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাই সরকার গঠন করতে হলে ফ্রিডম পার্টিকে এক বা একাধিক দলের সঙ্গে জোট গড়তে হবে। কিন্তু জোট গড়া নিয়ে অনিশ্চয়তা আছে।

গতকাল রোববার অস্ট্রিয়ায় নির্বাচন হয়। নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ফ্রিডম পার্টি ২৯ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে প্রথম স্থানে উঠে এসেছে।

বর্তমান ‍চ্যান্সেলর কার্ল নেহামারের ক্ষমতাসীন অস্ট্রিয়ান পিপলস পার্টি ২৬ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছে।

মধ্য-বামপন্থী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অব অস্ট্রিয়া ২১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে।

ক্ষমতাসীন অস্ট্রিয়ান পিপলস পার্টির জোটসঙ্গী গ্রিনস পেয়েছে ৮ দশমিক ৩ শতাংশ ভোট। নির্বাচনের ফলাফলে তারা সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।

ফ্রিডম পার্টির নেতা হার্বার্ট কিকল। তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। ২০২১ সাল থেকে তিনি ফ্রিডম পার্টির নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি অস্ট্রিয়ায় চ্যান্সেলর হতে চান।

তবে হার্বার্ট কিকলের অস্ট্রিয়ার নতুন নেতা হওয়ার জন্য পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে তাঁর দলের জোটসঙ্গী দরকার হবে। কিন্তু প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতারা বলেছেন, তাঁরা হার্বার্ট কিকলের নেতৃত্বাধীন দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে সরকার গড়বেন না।