লিথুয়ানিয়ায় বাড়ির পাশে ভেঙে পড়ল কার্গো বিমান, একজন নিহত
ইউরোপের দেশ লিথুয়ানিয়ায় একটি বাড়ির পাশে কার্গো উড়োজাহাজ দুর্ঘটনার কবলে পড়েছে। এতে একজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।
দেশটির রাজধানী ভিলনিয়াসের আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে স্থানীয় সময় আজ সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রম চলছে। নিখোঁজ এক ব্যক্তিকে খুঁজতে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।
উড়োজাহাজটি স্পেনের কার্গো এয়ারলাইনস সুইফট এয়ার পরিচালনা করত। এতে ডিএইচএলের পণ্য পরিবহন করা হতো।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরে অবতরণের প্রাক্কালে উড়োজাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমানবন্দরের কাছে একটি বাড়ির পাশে এটি ভেঙে পড়ে। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
দুর্ঘটনাস্থলের ওই বাড়ি থেকে ১২ জনকে নিরাপদে উদ্ধার করার কথা জানিয়েছে স্থানীয় পুলিশ।