ইউক্রেনে নতুন করে রাশিয়ার হামলায় নিহত ৪, ভূপাতিত ৬০ ড্রোন
ইউক্রেনে গতকাল সোমবার রাতে নতুন করে হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। ইউক্রেনে বড় ধরনের বিমান হামলা চালানোর এক দিনের মাথায় নতুন করে হামলা চালানো হলো।
আজ মঙ্গলবার ভোরে ইউক্রেনে বিমান হামলাজনিত সতর্কসংকেত বাজানো হয়। কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
রাশিয়া বলছে, কিয়েভ, লাভিভ, খারকিভ, ওদেসা অঞ্চলসহ ইউক্রেনজুড়ে বিদ্যুৎকেন্দ্র ও সংশ্লিষ্ট অবকাঠামোয় হামলা চালাতে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র আকাশপথে ও সাগরপথে ব্যবহারযোগ্য।
ইউক্রেনের বিমানবাহিনী সতর্কতা দিয়েছে। তারা বলেছে, পুরো দেশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকিতে আছে।
ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, রাশিয়া রাতভর ৮১টি ড্রোন ও ১০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে ৫টি ক্ষেপণাস্ত্র ও ৬০টি ড্রোন ধ্বংস করতে পেরেছে ইউক্রেন। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে তারা।
এর আগে গতকাল ইউক্রেনের অর্ধেক অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়। এতে সাতজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন।
রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অভিযান শুরুর তিন সপ্তাহ পর এসব হামলার ঘটনা ঘটল। ইউক্রেন অভিযান শুরুর পর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল রাশিয়া।