শলৎজকে ‘অযোগ্য বোকা’ বললেন ইলন মাস্ক, জার্মানিতে ক্ষোভ

ইলন মাস্কফাইল ছবি: রয়টার্স

জার্মানির ম্যাগডেবুর্গ শহরে ‘ক্রিসমাস মার্কেটে’ হামলার ঘটনায় চ্যান্সেলর ওলাফ শলৎজকে পদত্যাগ করতে বলেছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ও ধনকুবের ইলন মাস্ক।  

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন মাস্ক। সেখানে তিনি জার্মানির চ্যান্সেলরকে ‘অযোগ্য ও বোকা’ বলেছেন।

ইলন মাস্কের এ মন্তব্যের সমালোচনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাবেক কমিশনার থিয়েরি ব্রেটন। তিনি বলেছেন,  ‘আমরা পর্যবেক্ষণ করছি, কিছুদিন আগে থেকেই মাস্ক জার্মানির আসন্ন নির্বাচনে দক্ষিণপন্থী কট্টরবাদী দল এএফডি বা জার্মানির জন্য বিকল্প দলটির পক্ষে প্রকাশ্য প্রচার চালাচ্ছেন এবং সমর্থন করেছেন। কিছুদিন আগে মাস্ক এক্সে লিখেছিলেন, ‘কেবল এএফডি দলটি (জার্মানির জন্য বিকল্প) জার্মানিকে বাঁচাতে পারে।’

২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি জার্মানিতে ২১তম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।  

ইইউর সাবেক কমিশনার থিয়েরি ব্রেটন বলেছেন, শলৎজকে ‘অযোগ্য ও বোকা’ বলে অপমান করার পাশাপাশি একজন ব্যবহারকারীর মন্তব্যও শেয়ার করেছেন মাস্ক। ওই মন্তব্যকারী ঘটনাটিকে জার্মানিতে অনিয়ন্ত্রিত ‘গণ–অভিবাসনের’ সরাসরি ফলাফল হিসেবে বর্ণনা করেছেন।

জার্মানির স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটারবাখ ইলন মাস্কের বক্তব্যের কঠোর সমালোচনা করে বলেছেন, ‘আমাদের রাজনীতিতে ইলন মাস্কের হস্তক্ষেপ করা উচিত নয়। তাঁর এক্স প্ল্যাটফর্মটি ঘৃণা ও কট্টরবাদী রাজনীতির বাহন হয়ে উঠছে, যা মানুষকে উগ্রবাদী করে তুলছে।’

কার্ল লাউটারবাখ আরও বলেন, ইলন মাস্কের এই পোস্টের কারণে তাঁদের কঠিন নির্বাচনী প্রচারের জন্য প্রস্তুত হতে হবে। শুধু দেশের কট্টরবাদীদের বিরুদ্ধে নয়, বাইরের কুশলীরা যারা জার্মানির গণতন্ত্রকে আক্রমণ করে এবং দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধেও লড়তে হবে।

সামাজিক গণতান্ত্রিক দলের পার্লামেন্টারি গ্রুপের নেতা হোলগার গ্রিস হ্যামার বলেছেন, ‘আমি এক্সে থাকার কোনো কারণ দেখতে পাচ্ছি না। এক্স হলো ঘৃণা ও বিভ্রান্তির আশ্রয়স্থল।’

এই ধনকুবেরকে নিয়ে জার্মানির টাজ পত্রিকাটি লিখেছে, ‘ইলন মাস্ক একটি ডিস্টোপিয়ান বা কল্পিত বিশ্ব বাস্তবায়ন করতে চান। তাঁর অযৌক্তিক ধারণাগুলোর সঙ্গে বাস্তবের সামঞ্জস্য খুঁজে পাওয়া যায় না। তাই তিনি জার্মানির দক্ষিণপন্থী রাজনীতিকে সমর্থন দিয়েছেন। এসব না করে তিনি বরং পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহে গিয়ে উপনিবেশ গড়ে তুলুন।’ ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে উপদেষ্টা হওয়ার কথা রয়েছে ইলন মাস্কের।