খেলা দেখতে সাইকেলে পাড়ি দিলেন ১৪০০০ কিলোমিটার

ম্যানচেস্টার ইউনাইটেডের পতাকা হাতে অচিরভ্যান ব্যাটবোল্ডইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবি

খেলার মাঠে বসে প্রিয় দলের খেলা দেখা আর দলের হয়ে গলা ফাটানোর আনন্দের তুলনা মেলা ভার। এই আনন্দ পেতে ভক্তরা কত কাণ্ডই না করে থাকেন। তবে মঙ্গোলিয়ার এক ফুটবল ভক্ত যা করেছেন, তা জানলে রীতিমতো অবাক না হয়ে উপায় নেই।

মঙ্গোলিয়ার তরুণ অচিরভ্যান ব্যাটবোল্ড। তাঁর প্রিয় দল যুক্তরাজ্যের ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যানইউ)। পাঁচ-ছয় বছর বয়স থেকেই অচিরভ্যান ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা দেখেন। স্বপ্ন দেখতেন, পেশাদার ফুটবলার হবেন। এক দিন খেলবেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। মঙ্গোলিয়ায় পেশাদার ফুটবল খেলা শুরুও করেছিলেন তিনি। কিন্তু দালালের খপ্পরে পড়ে বড় অঙ্কের অর্থ খুইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার স্বপ্ন আর তিনি পূরণ করতে পারেননি।

হতাশায় ভেঙে পড়েছিলেন। সেই হতাশা থেকে বেরিয়ে আসতে এবং ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি তাঁর ভালোবাসার প্রমাণ দিতে কঠিন এক সিদ্ধান্ত নেন অচিরভ্যান। মঙ্গোলিয়া থেকে ২০২৩ সালের মে মাসে সাইকেলে চড়ে ইংল্যান্ডের ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামের পথে যাত্রা শুরু করেছিলেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ড।

মঙ্গোলিয়া থেকে যাত্রা শুরুর পর ম্যানচেস্টার ইউনাইটেড বরাবর একটি চিঠি লিখেছিলেন অচিরভ্যান। চিঠিতে তিনি নিজের পরিচয় দেন একজন ‘পাগল ভক্ত’ হিসেবে। নাম অচিরভ্যান ব্যাটবোল্ড। বন্ধুরা তাঁকে অচিরো বলে ডাকেন।

চিঠিতে অচিরভ্যান আরও লেখেন, তাঁর প্রিয় খেলোয়াড় ওয়েইন রুনি। ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার রুনি দীর্ঘদিন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেছেন।

১১ মাস ধরে সাইকেল চালিয়ে ২০টি দেশ পাড়ি দিয়ে ২০২৪ সালের এপ্রিলে ওল্ড ট্রাফোর্ডে পৌঁছান অচিরভ্যান। স্বপ্ন বাস্তব হয়ে ধরা দেয় তাঁর কাছে। প্রিয় খেলোয়াড় ওয়েইন রুনি সেখানে তাঁকে স্বাগত জানান। প্রথমবারের মতো মাঠে বসে প্রিয় দলের খেলা দেখেন অচিরভ্যান।