যুক্তরাজ্যজুড়ে তুষারঝড়, উড়োজাহাজ চলাচল ব্যাহত

রানওয়েতে জমে থাকা তুষার ট্রাক্টর দিয়ে পরিষ্কার করা হচ্ছে। ৪ জানুয়ারি, ২০২৪, যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিমানবন্দরেছবি: রয়টার্স

যুক্তরাজ্যে তুষারঝড়ে ব্যাহত হচ্ছে জনজীবন। একের পর এক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হচ্ছে। তুষারঝড়ের কারণে সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

লন্ডনে গতকাল শনিবার সন্ধ্যা থেকে তুষারপাত ও তুষারসহ বৃষ্টি হয়। কমতে শুরু করে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর পূর্বাভাসে বলছে, ওয়েলস এবং ইংল্যান্ডের মধ্য, দক্ষিণ ও উত্তরাঞ্চলে আরও জোরালো তুষারপাত ও তুষারসহ বৃষ্টি হতে পারে।

স্কটল্যান্ডের বড় অংশ, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস এবং ইংল্যান্ডের পূর্বাঞ্চলে তুষারপাতের কারণে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

রাতভর ভারী তুষারঝড়ের কারণে যুক্তরাজ্যের বেশ কয়েকটি বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এ তালিকায় রয়েছে লিভারপুলের জন লেনন বিমানবন্দর, ম্যানচেস্টার বিমানবন্দর, বার্মিংহাম বিমানবন্দর, লিডস ব্রাডফোর্ড বিমানবন্দর।

শুধু উড়োজাহাজ চলাচল নয়, বরং বৈরী আবহাওয়ার কারণে দেশটিতে সড়ক ও রেল চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাজ্যের জাতীয় রেল কর্তৃপক্ষ যাত্রা শুরুর আগে আবহাওয়া ও ট্রেন চলাচলের হালনাগাদ তথ্য জেনে নিতে অনুরোধ করেছে।

জানা গেছে, ভারী তুষারঝড়ের কারণে এরই মধ্যে স্কটল্যান্ড, ইংল্যান্ডের উত্তরাঞ্চল ও ট্রান্সপেনিনি এক্সপ্রেস রুটে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। উত্তর ইংল্যান্ডের মহাসড়কগুলোয় ২৫ সেন্টিমিটারের বেশি বরফ জমার সতর্কতা জারি রয়েছে।

ভারী তুষারপাতের কারণে যুক্তরাজ্যের মধ্যাঞ্চল, দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং ওয়েলসের অনেক জায়গা আজ রোববার সকালে বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। বিকেল নাগাদ বিদ্যুৎ সংযোগ আবার চালু করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন