কিয়েভে নীতিনির্ধারণের সঙ্গে জড়িত স্থাপনাগুলোয় ‘ওরেশনিক’ দিয়ে হামলার হুমকি পুতিনের
ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নীতিনির্ধারণের সঙ্গে জড়িত বিভিন্ন স্থাপনায় ‘ওরেশনিক’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানোর হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিন। বৃহস্পতিবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলো নিয়ে গঠিত একটি নিরাপত্তা জোটের শীর্ষ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তিনি।
৩৩ মাস ধরে চলছে ইউক্রেন যুদ্ধ। তবে দীর্ঘ এই সময়ে দেশটির পার্লামেন্ট, প্রেসিডেন্টের কার্যালয় বা মন্ত্রণালয়গুলোয় হামলা চালায়নি রাশিয়া। কিয়েভও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দ্বারা ব্যাপকভাবে সুরক্ষিত। তবে পুতিনের দাবি—রাশিয়ার নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক ভূপাতিত করা অসম্ভব। যদিও এ দাবি নিয়ে পশ্চিমা বিশেষজ্ঞদের সন্দেহ রয়েছে।
বৃহস্পতিবার কাজাখস্তানে নিরাপত্তা জোটের সম্মেলনে পুতিন বলেন, ‘রাশিয়ার ভূখণ্ডে পশ্চিমাদের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে যে হামলা চালানো হচ্ছে, আমরা অবশ্যই তার জবাব দেব। এ কথা এরই মধ্যে বলা হয়েছে। এ ক্ষেত্রে ওরেশনিককের পরীক্ষাও চালিয়ে যাওয়া হতে পারে। ২১ নভেম্বর আমরা (ইউক্রেনে) এটা ব্যবহার করেছি।’
পুতিন বলেন, ‘(আমাদের) প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জেনারেল স্টাফ বর্তমানে ইউক্রেনের ভূখণ্ডে হামলার লক্ষ্যবস্তু বাছাই করছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে সামরিক স্থাপনা, প্রতিরক্ষা ও শিল্প–সংক্রান্ত প্রতিষ্ঠান, অথবা কিয়েভের নীতি–নির্ধারণ সংশ্লিষ্ট কেন্দ্রগুলো থাকতে পারে।’
এর আগে গত ২১ নভেম্বর পূর্ব ইউক্রেনের নিপ্রো শহরে প্রথমবারের মতো ওরেশনিক ব্যবহার করে হামলা চালিয়েছিল রাশিয়া। এতে কয়েকটি ভবনের ক্ষয়ক্ষতি হয়। পরে পুতিন বলেছিলেন, ওরেশনিকের পরীক্ষা ছিল সফল এবং তা লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। আধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এমন ক্ষেপণাস্ত্র আটকাতে পারবে না। এটা অসম্ভব।