ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে কম বয়সে প্রধানমন্ত্রী হচ্ছেন আতাল

গ্যাব্রিয়েল আতাল ফ্রান্সের পরবর্তী প্রধানমন্ত্রীছবি: এএফপি

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে গ্যাব্রিয়েল আতালের নাম ঘোষণা করা হয়েছে। প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ সরকারের রদবদলের অংশ হিসেবে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

গ্যাব্রিয়েল আতাল (৩৪) আধুনিক ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ও প্রথম সমকামী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। এর আগে ১৯৮৪ সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন ৩৭ বছর বয়সী লোরাঁ ফ্যাবিউস।

এলিজাবেথ বর্নির স্থলাভিষিক্ত হচ্ছেন গ্যাব্রিয়েল আতাল। দায়িত্ব গ্রহণের ২০ মাস পর বর্নি পদত্যাগ করেন। ২০২২ সালের মে মাসে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। তাঁর আগে ফ্রান্সের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন এডিথ ক্রেসন। তিনি ১৯৯১ সালের মে মাস থেকে পরের বছরের এপ্রিল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।

গ্যাব্রিয়েল আতাল বর্তমানে মাখোঁর মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী জুনে ইউরোপিয়ান পার্লামেন্টের নির্বাচন। ওই নির্বাচনে ফরাসি সরকারের নেতৃত্ব দিতে হবে তাঁকে।

আরও পড়ুন