ছোটবেলায় ডায়ানার সঙ্গে আশ্রয়কেন্দ্র দেখার অভিজ্ঞতা জানালেন উইলিয়াম

মা প্রিন্সেস ডায়ানার সঙ্গে ১৯৯৩ সালের ১৪ ডিসেম্বর লন্ডনে গৃহহীনদের আশ্রয়কেন্দ্র দ্য প্যাসেজে যান বর্তমান প্রিন্স অব ওয়েলস উইলিয়ামফাইল ছবি: রয়টার্স

মা প্রিন্সেস ডায়ানার সঙ্গে ১১ বছর বয়সে গৃহহীনদের একটি আশ্রয়কেন্দ্র দেখতে গিয়েছিলেন প্রিন্স অব ওয়েলস উইলিয়াম। সেখানে তিনি দেখতে পেয়েছিলেন, মানুষ কতটা আলাদা জীবন যাপন করে। নিজের প্রয়াত মায়ের কথা স্মরণ করে প্রিন্স উইলিয়াম বলেন, এ ঘটনা তাঁর চোখ খুলে দিয়েছিল।

ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী উইলিয়াম মানুষের গৃহহীন হয়ে পড়া অবসানের উদ্যোগ নিয়েছেন। তাঁর ওই উদ্যোগ নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করা হয়েছে। এ সপ্তাহে তথ্যচিত্রটি সম্প্রচার করা হবে।

‘যেসব মানুষের সাহায্য প্রয়োজন, আমি তাদের দারুণভাবে সাহায্য করতে চাই এবং এটিকে আমি আমার দায়িত্বের অংশ হিসেবে দেখি।’
প্রিন্স অব ওয়েলস উইলিয়াম

১৯৯৩ সালে উইলিয়াম মায়ের সঙ্গে লন্ডনে দ্য প্যাসেজ চ্যারিটি দেখতে যান। ওই স্মৃতি মনে করে তিনি বলেন, ‘আমি এর আগে কখনো এমন কোথাও যাইনি। সেখানে কী হবে, তা ভেবে আমি কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। মা তাঁর স্বভাবসুলভ আচরণ করেন, সবাই যাতে স্বস্তি বোধ করে। তিনি সবার সঙ্গে হাসিঠাট্টা করেছিলেন।’

লন্ডনে গৃহহীনদের আশ্রয়কেন্দ্র দ্য প্যাসেজে ছোট্ট প্রিন্স উইলিয়াম
ফাইল ছবি: রয়টার্স

গত জুনে ব্রিটিশ রাজা চার্লসের বড় ছেলে উইলিয়াম তাঁর পাঁচ বছর মেয়াদের ‘হোমওয়ার্ডস’ প্রকল্পের উদ্বোধন করেন। ডায়ানার কাছ থেকে পাওয়া অনুপ্রেরণা থেকে তিনি এ কাজ শুরু করার কথা জানান।

‘যখন আপনি বেশ ছোট...তখন আপনার মনে হবে, চোখের সমানে যা দেখছেন, সেটাই বুঝি জীবন। বাইরের জীবন সম্পর্কে আপনার কোনো ধারণাই থাকে না এবং আপনি যখন অন্য মানুষদের সাক্ষাৎ পাবেন, যেমনটা আমি পেয়েছি। গত রাতে রাস্তায় ছিলাম...এটা বলে তারা আপনার মাথায় ভিন্ন দৃষ্টিভঙ্গি গেঁথে দেব।’
প্রিন্স অব ওয়েলস উইলিয়াম

গৃহহীনদের নিয়ে কাজ করা দাতব্য সংস্থাগুলো বলেছে, কত মানুষ রাস্তায় বসবাস করে, তার সঠিক হিসাব পাওয়া কঠিন। তবে এ সপ্তাহে প্রকাশ পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-২৪ সালে ইংল্যান্ডে ১ লাখ ৭৮ হাজার ৫৬০টি পরিবারকে গৃহহীন হিসেবে ধরা হয়েছে। এক বছর আগের তুলনায় যা ১২ দশমিক ৩ শতাংশ বেশি।

গৃহহীনতার প্রতি মনোযোগ দেওয়ার বিষয়ে উইলিয়াম বলেন, ‘যেসব মানুষের সাহায্য প্রয়োজন, আমি তাদের দারুণভাবে সাহায্য করতে চাই। এটিকে আমি আমার দায়িত্বের অংশ হিসেবে দেখি।’

মায়ের হাত ধরে দ্য প্যাসেজে গিয়ে উইলিয়াম যাদের সঙ্গে দাবা খেলেছেন এবং গল্প করেছেন, তাদের কথাও স্মরণ করেন।

লন্ডনে গৃহহীনদের আশ্রয়কেন্দ্র দ্য প্যাসেজে ছোট্ট প্রিন্স উইলিয়াম
ফাইল ছবি: রয়টার্স

তথ্যচিত্রে উইলিয়াম বলেন, ‘যখন আপনি বেশ ছোট...তখন আপনার মনে হবে, চোখের সমানে যা দেখছেন, সেটাই বুঝি জীবন। বাইরের জীবন সম্পর্কে আপনার কোনো ধারণাই থাকে না। আমার মতো যখন আপনি অন্য ধরনের জীবন যাপন করা মানুষদের দেখবেন, তখন আপনার আলাদা দৃষ্টিভঙ্গি তৈরি হবে।’

আইটিভি ‘প্রিন্স উইলিয়াম: আমরা গৃহহীনতাকে দূর করতে পারি’ শিরোনামে তথ্যচিত্রটি নির্মাণ করেছে। ৩০ ও ৩১ অক্টোবর এ তথ্যচিত্র দেখানো হবে।