ইউক্রেনের খারসন এখন রুশ বাহিনীর নিয়ন্ত্রণে

খারসনে রাশিয়ার সামরিক যানছবি: টেলিগ্রামের সৌজন্য

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ সাত দিন ধরে চলছে। এরই মধ্য রুশ বাহিনী এবার ইউক্রেনের খারসন শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এসব তথ্য জানিয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর গত কয়েক দিনে রুশ বাহিনী দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ঢুকে পড়েছে। এসব শহরের রাস্তায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, রুশ বাহিনী এবার খারসন শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। খারসনের স্থানীয় কাউন্সিলের এক সদস্য বিবিসিকে বলেন, শহরটিতে লড়াইয়ে ২০০ মানুষ নিহত হয়েছে। এর মধ্যে বেশির ভাগই বেসামরিক নাগরিক।

ইউক্রেনের কিছু শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া
ছবি: ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের সৌজন্যে বিবিসি

খারসনে আড়াই লাখ মানুষের বসবাস। শহরটির মেয়র কেন্দ্রীয় সরকার ও মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলোর সহযোগিতা চেয়েছেন। খাদ্য, ওষুধসহ প্রয়োজনীয় জিনিসগুলোর সরবরাহ নিশ্চিত করার এবং আহত ব্যক্তিদের নিরাপদে সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে ইউক্রেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ঝিতোমিরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, হামলায় চারজন নিহত হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার পর কিছু আবাসিক ভবনে আগুন ধরে যায়। ইউক্রেনের জরুরি ব্যবস্থাপনা কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

রুশ বাহিনীর হামলায় ধ্বংস হয়েছে ইউক্রেনের সামরিক ঘাঁটি। নিহত হয়েছেন অন্তত ৭০ সেনা। ধ্বংসস্তূপে চলছে উদ্ধার তৎপরতা। গত সোমবার ওখতিরকা শহরে।
ছবি: রয়টার্স

এর আগে ইউক্রেনের আরও কয়েকটি শহরের নিয়ন্ত্রণ রাশিয়া নিয়েছে বলে বিবিসিসহ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছিল। আর রাজধানী কিয়েভ দখলে রুশ সেনাদের ৪০ মাইল দীর্ঘ একটি বহর যাচ্ছে।