ইতিহাসের এই দিনে: সিস্টাইন চ্যাপেলের চিত্রকর্ম উন্মুক্ত
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১ নভেম্বর। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
ইতালির রোমের সিস্টাইন চ্যাপেল। এই প্রার্থনালয়ের সিলিংজুড়ে রয়েছে দৃষ্টিনন্দন চিত্রকর্ম। ৫ হাজার বর্গফুট আয়তনের সিলিংয়ে এসব চিত্রকর্ম এঁকেছেন বিখ্যাত শিল্পী মাইকেল অ্যাঞ্জেলো। এতে তাঁর সময় লাগে চার বছর। ১৫১২ সালের এ দিনে এই চিত্রকর্ম আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়।
‘ডে অব দ্য ডেড’
পৃথিবীজুড়ে প্রচলিত আছে নানা রকম আচার-অনুষ্ঠান। মেক্সিকোতে তেমনই একটি উৎসব ‘ডে অব দ্য ডেড’ বা মৃত ব্যক্তিদের দিন। ২০১৪ সালের এ দিনে উৎসবটি উপলক্ষে মেক্সিকো সিটির রাজপথে পাঁচ শতাধিক নারী ‘লা কাত্রিনা’ নামের বিশেষ পোশাক পরে জড়ো হন। এর মাধ্যমে প্রতীকীভাবে কঙ্কালের রূপ ফুটিয়ে তোলেন তাঁরা। বিষয়টি বিশ্ব রেকর্ডও গড়ে।
ফ্রিদা কাহলোর প্রথম প্রদর্শনী
ফ্রিদা কাহলো মেক্সিকান চিত্রশিল্পী। তাঁর ছিল নিজস্ব ফ্যাশন ধারা। এ জন্য তিনি হয়ে ওঠেন ফ্যাশন আইকন। শিল্পী ফ্রিদার চুল, পোশাক নিয়ে এখনো ডিজাইনার–রূপবিশেষজ্ঞ ব্যক্তিরা কাজ করছেন। ১৯৩৮ সালের এ দিনে ফ্রিদার প্রথম একক চিত্রপ্রদর্শনী শুরু হয়েছিল। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জুলিয়ান লেভি গ্যালারিতে বসেছিল এ আসর।
লিসবনে ভয়াবহ সুনামি
সময়টা ১৭৫৫ সালের ১ নভেম্বর। পর্তুগালের লিসবনে ভয়াবহ ভূমিকম্প হয়। ইতিহাসে এটা ‘গ্রেট লিবসন ভূমিকম্প’ নামে পরিচিত। এর ফলে সুনামিতে ভেসে যায় শহরটি। প্রাণ যায় বহু মানুষের।