একনজর: সারা দিন বিশ্বে যা ঘটল

আজ ১২ জানুয়ারি, শুক্রবার। আজ বিশ্বের কিছু উল্লেখযোগ্য খবর একনজরে দেখে নেওয়া যাক।

লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজ ঘিরে হুতিদের নৌযান। ২০ নভেম্বর ২০২৩
রয়টার্স ফাইল ছবি

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। আজ এএফপির খবর বলছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, বিদেশি জাহাজ লক্ষ্য করে ইরান-সমর্থিত হুতিদের রাডার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন /হামলার সক্ষমতাকে খর্ব করতেই এই হামলা চালানো হয়েছে।

লোহিত সাগরে একটি পণ্যবাহী জাহাজের ওপর দিয়ে উড়ে যাচ্ছে হুতি বিদ্রোহীদের একটি হেলিকপ্টার
ছবি: রয়টার্স ফাইল ছবি

এদিকে ইয়েমেনের কয়েকটি শহরে আজ ভোরে হামলা হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির হুতি বিদ্রোহীরা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) দেওয়া এক পোস্টে হুতি কর্মকর্তা আবদুল কাদের আল-মোরতাদা এ কথা জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা ও নেদারল্যান্ডসের সহযোগিতায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হুতি বিদ্রোহীদের ব্যবহৃত এলাকাগুলোয় হামলা চালিয়েছে।

ছবি: রয়টার্স

সংঘাত এড়ানো ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে সৌদি আরব। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিমান হামলার পরিপ্রেক্ষিতে এই আহ্বান জানিয়েছে দেশটি। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে বলেছে, তারা গভীর উদ্বেগ নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

কলকাতায় তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে আজ তল্লাশি পরিচালনা করেন দুর্নীতি-সংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কর্মকর্তারা
ছবি: ভাস্কর মুখার্জি

পশ্চিমবঙ্গের একাধিক মন্ত্রীর বাড়িতে আজ সকাল থেকে তল্লাশি চালিয়েছে ভারতের আর্থিক দুর্নীতিসংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কর্মকর্তারা। পৌরসভাগুলোয় নিয়োগ দুর্নীতির অভিযোগ তদন্তের অংশ হিসেবে আজ সকালে এ তল্লাশি চালানো হয়।

১২ বছর বয়সী সাল্লি হারনান্দেজ ও তার পরিবারকে তাদের পুরোনো আশ্রয়স্থল ছেড়ে নতুন আশ্রয়ের খোঁজ করতে হচ্ছে
ছবি: এএফপি

নিউইয়র্কে অভিবাসনপ্রত্যাশীদের ঢল সামাল দিতে নতুন আবাসনবিধি কার্যকর করার কারণে অনেককেই এখন আশ্রয়ের খোঁজ করতে হচ্ছে। নভেম্বরের নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সীমান্তে নিয়ন্ত্রণ আরোপ এবং প্রয়োজনীয় সব কাগজপত্র না থাকা অভিবাসনপ্রত্যাশীদের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।