ইতিহাসের এই দিনে
সাইকেল চালিয়ে ১৫২ দিনে বিশ্ব ঘুরলেন নারী
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৩ জুলাই। ফিরে দেখা যাক উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিজ ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
ব্রিটিশ-জার্মান অ্যাথলেট জুলিয়ানা বুহরিং ইতালির মিলান থেকে ২০১২ সালের ২৩ জুলাই সাইকেল চালিয়ে বিশ্বভ্রমণ শুরু করেন। তিনিই প্রথম নারী যিনি সাইকেল চালিয়ে বিশ্ব পরিভ্রমণ করেছেন। ১৫২ দিন পর তাঁর সেই যাত্রা শেষ হয়। ওই সময় তিনি পাড়ি দেন ২৯ হাজার কিলোমিটারের বেশি বা ১৮ হাজার মাইল পথ। এর ফলে গিনেস বুকে নাম ওঠে জুলিয়ানার।
মহাকাশে ভিয়েতনামের নভোচারী
তাঁর নাম ফাম তুয়ান। বাড়ি ভিয়েতনামে। তিনি একজন নভোচারী। সোভিয়েত নভোযান সুয়ুজ ৩৭-এ চেপে ১৯৮০ সালের ২৩ জুলাই মহাকাশে পাড়ি জমান তিনি। ফাম সাবেক সোভিয়েত ইউনিয়নের বাইরে প্রথম এশীয় নভোচারী, যিনি মহাকাশে গিয়েছেন।
ট্রেনের গতি ওঠে ঘণ্টায় ২৯৬ কিলোমিটার
ঘটনাটি যুক্তরাষ্ট্রে। ১৯৬৬ সালের ২৩ জুলাই মার্কিন সামরিক বাহিনীর সাবেক বৈমানিক ডন ওয়েটজেল একটি ট্রেন চালান। রকেট ইঞ্জিনচালিত ট্রেনটির নাম ব্ল্যাক ব্যাটল। সমান্তরাল লাইনে ট্রেনটির সর্বোচ্চ গতি ওঠে ঘণ্টায় ২৯৬ কিলোমিটার বা ১৮৩ মাইল। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এখন পর্যন্ত এটাই কোনো ট্রেনের সর্বোচ্চ গতি।
ড্যানিয়েল র্যাডক্লিফের জন্মদিন
ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফ। ‘হ্যারি পটার’ তারকা বললে তাঁকে সহজে চিনতে পারবেন যে কেউ। কেননা ড্যানিয়েল র্যাডক্লিফ তুমুল দর্শকপ্রিয় ‘হ্যারি পটার’ সিরিজে হ্যারি পটার চরিত্রে অভিনয় করে সারা বিশ্বে জনপ্রিয়তা পান। আজ ড্যানিয়েল র্যাডক্লিফের জন্মদিন। ১৯৮৯ সালের ২৩ জুলাই যুক্তরাজ্যে তাঁর জন্ম।