করোনার নতুন ধরনে ভয় নেই: চীনা কর্মকর্তা
টিকার কার্যকারিতায় করোনাভাইরাসের নতুন ধরন কোনো প্রভাব ফেলবে বলে প্রমাণ পাওয়া যায়নি। তাই আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) কর্মকর্তা জু ওয়েনবো দেশটির রাষ্ট্রীয় টিভিকে এ কথা বলেছেন।
রয়টার্সের খবরে জানা যায়, ওয়েনবো বলেছেন, নতুন রূপান্তরিত ধরনটি আগের রূপান্তরিত ধরনগুলোর তুলনায় খুব বেশি শক্তিশালী নয়। এটি খুব বেশি প্রভাব ফেলতে পারে না।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার চীনে সিনোফার্মের টিকার অনুমোদন দেওয়া হয়। এর এক দিন পরই যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসে চীনে প্রথম একজন সংক্রমিত হন। জু ওয়েনবো বলেন, টিকার কার্যকারিতায় নতুন ধরনটি কোনো প্রভাব ফেলতে পারবে না।
যুক্তরাজ্যের বিজ্ঞানীরা করোনার নতুন এই ধরনের নাম দিয়েছেন ‘ভিইউআই-২০২০১২/১’। করোনাভাইরাসের স্পাইক প্রোটিনে জিনগত রূপান্তর ঘটেছে নতুন ধরনে। এটি করোনাভাইরাসের দ্রুত সংক্রমণ ঘটাতে পারে। জু আরও বলেন, প্রোটিনের এই রূপান্তর চীনের কোভিড–১৯ পরীক্ষায় কোনো প্রভাব ফেলতে পারবে না। কারণ, এ ধরনের পরীক্ষায় ভাইরাসের নিউক্লিক অ্যাসিডকে লক্ষ্যবস্তু করা হয়। নিউক্লিক অ্যাসিডে জিনগত তথ্য থাকে।