তিন পান্ডাকে বিদায় জানাতে হাজার মানুষের ভিড়

প্রতীকী ছবি: রয়টার্স

পান্ডাটির নাম এইমেই; বয়স ৩০ বছর। ২৮ বছর ধরে জাপানে ছিল সেটি। গতকাল বুধবার পান্ডাটিকে জাপান থেকে চীনে নিয়ে যাওয়া হয়েছে। সঙ্গে গেছে সেটির দুই কন্যাসন্তান—ওউহিন ও তৌহিন। বাবার সঙ্গে আট বছর বয়সী পান্ডাশাবক দুটি এত দিন ছিল জাপানের শিরাহামা শহরের অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কে।

বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে চীনে নেওয়ার উদ্দেশে পান্ডা তিনটিকে জাপানের কানসাই আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। এর আগে মঙ্গলবার বিকেলে পান্ডাগুলোকে বিদায়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রায় ২ হাজার জন। এ ছাড়া ইউটিউবে আরও ১৩ হাজার জন বিদায় অনুষ্ঠানের ভিডিও দেখেছেন।

বিদায় অনুষ্ঠানে জাপানের ওসাকা শহরে চীনের ডেপুটি কাউন্সেল জেনারেল ফ্যাং উই বলেন, এইমেই পরিবার জাপানের মানুষের সঙ্গে গভীর বন্ধুত্ব গড়ে তুলেছে। এই পান্ডা তিনটি চীন ও জাপান—দুই দেশেই সব সময় তারকা হয়ে থাকবে। এ ছাড়া এগুলো চীন ও জাপানের বন্ধুত্বের প্রত্যক্ষদর্শী।

শেষবারের মতো পান্ডা পরিবারকে দেখতে অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন। বিদায় জানানোর সময় তাঁদের অনেকেই চোখে পানি ধরে রাখতে পারেননি। অনেকে আবার এক মনে বাঁশ চিবাতে থাকা এইমেই ও তৌহিনের ছবি তুলে নিয়েছেন। শরীরের তাপমাত্রা বেশি থাকায় সবার সামনে ওউহিনকে আনা হয়নি।  

এইমেইয়ের চীনা মান ইওং মিং। সেটির বর্তমান বয়স ৯০ বছর বয়সী একজন মানুষের সমপরিমাণ। জাপানে জীবিত থাকা সবচেয়ে বয়স্ক পান্ডা এইমেই। ১৯৯৪ সালে সেটিকে চীন থেকে জাপানে নিয়ে আসা হয়েছিল। অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কে ১৬টি পান্ডার বাবা সেটি। এ কারণে এইমেইকে ‘সুপার পাপা’ নামেও ডাকা হয়।