চীনে এক দিনে প্রায় ২৭ হাজার করোনা রোগী শনাক্ত
চীনে করোনা সংক্রমণ আবার বাড়ছে। স্থানীয় সময় গতকাল রোববার দেশটিতে নতুন করে ২৬ হাজার ৮২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। গত এপ্রিলে দেশটিতে করোনা সংক্রমণ চূড়ায় ওঠার সময় দৈনিক যত রোগী শনাক্ত হচ্ছিলেন, নতুন করে শনাক্ত সে পর্যায়ে ঠেকেছে। এ ছাড়া বেইজিংয়ে দু্জনের মৃত্যু হয়েছে করোনায়।
এদিকে করোনা সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় রাজধানী বেইজিংয়ের কর্মকর্তারা আজ সোমবার সবচেয়ে বেশি করোনা শনাক্ত হচ্ছে, এমন এলাকার বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছেন। নগর কর্তৃপক্ষের এমন নির্দেশ আসার পরপরই বেইজিংয়ের অনেক স্কুলের শিক্ষার্থীদের আবারও অনলাইনে ক্লাস শুরু হয়েছে।
নতুন করে করোনা শনাক্ত বেড়ে যাওয়ায় চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন আজ বিস্তারিত নির্দেশনা দিয়েছে। কীভাবে সন্দেহভাজন ব্যক্তিদের করোনা পরীক্ষা করা হবে, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে কী পদক্ষেপ নেওয়া হবে এবং আইসোলেশন করার বিষয়ে দেশটির জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ বিভিন্ন নির্দেশনা দিয়েছে।
বেইজিংয়ে গতকাল নতুন করে ৯৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। অথচ এক দিন আগে শহরটির ৬২১ জনের করোনা শনাক্ত হয়েছিল। বেইজিংয়ের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধকেন্দ্রের উপপরিচালক লিউ জিয়াওফেং বলেছেন, মহামারি শুরুর পরে সংক্রমণের সবচেয়ে কঠোর ও জটিল পরিস্থিতির মুখে বেইজিং।