তাস ছুড়ে কাটেন শসা, জ্বালান ম্যাচ-কাঠি

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের দুটি সনদ হাতে জাং ইয়াজউছবি: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সৌজন্যে

রহস্যময় এক চরিত্র, মারাত্মক সব নির্ভুল আঘাতে একের পর এক জিনিস কেটে যাচ্ছেন তিনি। অথচ তাঁর হাতে কোনো ধারালো অস্ত্র নেই। আছে শুধু এক বাক্স তাস।

নিশ্চয়ই ভাবছেন, এটা কোনো সিনেমার দৃশ্য কিংবা কোনো লেখকের কল্পকাহিনি। তবে জেনে রাখুন, এটা এখন আর শুধুই কল্পনার দৃশ্য নয়। এখন বাস্তবে এসব সম্ভব। কল্পনার এই দৃশ্যকে বাস্তব করে দেখিয়েছেন চীনের জাং ইয়াজউ। তবে অনলাইনে তিনি ‘নেংলিয়াংজুন’ নামে বেশি পরিচিত।

সাধারণ তাস ছুড়ে শসা দ্বিখণ্ডিত করা এবং ম্যাচের কাঠিতে আগুন জ্বালাতে তিনি দারুণ দক্ষ। নিজের এই অনন্য দক্ষতার কারণে জাং ইয়াজউ এখন দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মালিক। রেকর্ড দুটি হচ্ছে এক মিনিটে একটি একটি করে তাস ছুড়ে সবচেয়ে বেশি শসা কেটে ফেলা এবং এক মিনিটে সবচেয়ে বেশি ম্যাচের কাঠি জ্বালানো।

চীনের হেনান প্রদেশের ছোট্ট একটি গ্রামে বেড়ে উঠেছেন জাং। গুলতি ছুড়ে, পানিতে পাথর ছুড়ে আর খেলনা তির ছুড়ে ছুড়ে তিনি বড় হয়েছেন। শৈশবে এসবই ছিল তাঁর খেলা। এসব ছুড়তে ছুড়তেই যে তিনি একদিন অনন্য এক দক্ষতার অধিকারী হয়ে উঠবেন, তখন হয়তো তা কেউ ভাবেনি।

মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সময় একটি দুর্ঘটনায় নিজের বাঁ চোখের দৃষ্টিশক্তি হারান জাং। চিকিৎসার সামর্থ্য তাঁর পরিবারের ছিল না। চোখ হারিয়ে ভেঙে পড়লেও থেমে থাকেননি জাং। সিভিল ইঞ্জিনিয়ারিং কলেজে লেখাপড়া করলেও জাংয়ের মন পড়ে থাকত ভিডিও তৈরি এবং তাস ছোড়াতে। তিনি তাস ছোড়ার ছোট ছোট ভিডিও করে তা ইন্টারনেটে পোস্ট করতেন।

শখের বশে শুরু করা এই কাজ দ্রুত জাংয়ের পেশায় পরিণত হয়। ইন্টারনেটে বিভিন্ন প্ল্যাটফর্মে এখন তাঁর অনুসারীর সংখ্যা প্রায় ২ কোটি।

সম্প্রতি জাং তাস ছুড়ে এক মিনিটে ৪১টি শসা দ্বিখণ্ডিত করেছেন। একই দিন তিনি তাস ছুড়ে এক মিনিটে ২৯টি ম্যাচের কাঠি জ্বালিয়ে দ্বিতীয় রেকর্ডটি গড়েন।

অনুশীলনের মাধ্যমে নিজের দক্ষতায় আরও শাণ দিচ্ছেন জাং। ভবিষ্যতে নিজের রেকর্ডকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চান তিনি।